এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০৪ এপ্রিল : বেশিরভাগ ব্রিটিশ পাকিস্তানি পুরুষ শ্বেতাঙ্গ শিশুদের ধর্ষণে জড়িত বলে গুরুতর অভিযোগ তুললেন ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান । রবিবার তিনি ব্রিটিশ চ্যানেল ‘স্কাই নিউজ’-এর সাথে কথা বলার সময় বলেন,’ব্রিটিশ পাকিস্তানিদের একটি দল আছে, যারা মাদক নেয় এবং ব্রিটিশ মেয়েদের ধর্ষণ করে ।’ তাঁর আরও অভিযোগ, ‘ব্রিটিশ-পাকিস্তানিরা যুক্তরাজ্যে রীতিমতো শিশুদের যৌন নির্যাতনের গ্যাং চালাচ্ছে । তাদের এমন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে দুর্বল শ্বেতাঙ্গ মেয়ে দেখলেই তারা যৌন নিগ্রহ ও ধর্ষণ করে । এই শিশু নির্যাতন চক্র বা নেটওয়ার্কের জন্য কাজ করা পুরুষরা শিশুদের অপব্যবহার ও ক্ষতি করছে ।’
উল্লেখ্য,অমুসলিম মেয়েদের টার্গেট করা কার্যত নেশা হয়ে দাঁড়িয়েছে ব্রিটিশ পাকিস্তানি পুরুষদের । ডঃ এলা হিল নামে একজন নির্যাতিতা ২০২০ সালে এক চাঞ্চল্যকর দাবি করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন বিগত প্রায় ৪০ বছরে কমপক্ষে ৫ লক্ষ মেয়েকে ধর্ষণ করেছে ব্রিটিশ পাকিস্তানি ধর্ষক গ্যাংটি । ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পরেই এই গ্রুমিং গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন । সেই লক্ষ্যে একটি নতুন আইন প্রনয়ন করেছে ব্রিটিশ সংসদ ।
এই বিষয়ে সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন,’আমরা একটা নতুন আইন নিয়ে এসেছি । সেই আইন অনুযায়ী শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটলেই তা বাধ্যতামূলক ভাবে পুলিশকে জানাতে হবে নির্যাতিতার পরিবারকে । এর আগে আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে দেখেছি, তা সে সমাজকর্মী হোক বা শিক্ষক হোক বা পুলিশ হোক প্রাণের ভয়ে বা বর্ণবাদী তকমা লাগার ভয়ে এই সমস্ত অপরাধের দিকে চোখ ফিরিয়ে থাকতেন । এতে শুধু হাজার হাজার শিশুর শৈশব নষ্ট হয়ে যেত না, অপরাধীরা অবাধে বিচরণ করে বেড়াতো এবং ফের অপরাধ করার সূযোগ পেয়ে যেত । কিন্তু নতুন আইন প্রনয়নের পর এবার ধর্ষকদের কঠোর সাজা হবে ।’ ব্রিটেনের শিশু সংগঠনগুলো নতুন এই আইনকে স্বাগত জানিয়েছে বলে জানান সুয়েলা ব্র্যাভারম্যান ।।