এইদিন ওয়েবডেস্ক,নিউ জার্সি,০৪ ডিসেম্বর : আমেরিকার নিউ জার্সিতে এক মসজিদের ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ইমামের নাম হাসান শরীফ। স্থানীয় সময় বুধবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটেছে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের বর্বরোচিত নৃশংসতার পরেও তাদের সমর্থন করার জন্যেই ওই ইমামকে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে ।
নিহত হাসান শরীফ নিউ জার্সির নিউয়ার্ক শহরের সবচেয়ে বড় ‘মুহাম্মদ-নিউয়ার্ক’ মসজিদের ইমাম ছিলেন। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে মসজিদটিতে ইমামের কাজ করে আসছিলেন তিনি । স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬ টায় মসজিদের সামনে গাড়ি থেকে হাসান শরীফ নামার সময় তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করা হয়। ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টার মাথায় মারা যান তিনি ।নিউয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ বলেন, পুলিশ খবর পেয়ে সকাল ৬টার কিছু পরেই গুলির ঘটনাস্থলে পৌঁছায়। বন্দুকধারী পলাতক রয়েছে। হত্যার উদ্দেশ্য এখনও অজানা বলে মন্তব্য করেছেন তিনি ।।