এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,৩০ জানুয়ারী : বেলুচিস্তান প্রদেশে একটি কারাগারসহ একাধিক সরকারী অফিসে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে অর্ধ শতাধিক মানুষকে মেরে ফেলেছে বিদ্রোহীরা । পাকিস্তানের ডন সংবাদপত্রে পাকিস্তানি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে সোমবার গভীর রাতে আক্রমণগুলি ঘটেছে ৷ বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জান আচাকজাই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে নিরাপত্তা বাহিনী “মাচ-বোলান” অঞ্চলে বিদ্রোহীদের আধা-সামরিক হামলা সফলভাবে ব্যর্থ করেছে। তিনি জনসাধারণকে আশ্বস্ত করে বলেন,কোনও সুবিধার কোন ক্ষতি হয়নি, এবং আমাদের নিরাপত্তা বাহিনী অক্ষত রয়েছে । সন্ত্রাসীরা পালিয়ে গেছে এবং বর্তমানে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের তাড়া করছে ।
যদিও সরকারিভাবে কোনো হতাহতের ঘটনার কথা স্বীকার না করা হলেও কিছু স্বাধীন সংবাদ আউটলেট হামলার ফলে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর দিয়েছে। তবে হতাহতদের পরিচয় সম্পর্কে তথ্য প্রকাশ করেনি তারা । প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিদ্রোহীরা প্রাথমিক বিস্ফোরণের পর একটি সামরিক কেন্দ্রে হামলা চালায় । যে কারণে মাচ-বোলান অঞ্চল এবং কোয়েটা শহরের সমস্ত হাসপাতালকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
সূত্রগুলি আরও প্রকাশ করে যে বিদ্রোহীরা এই অঞ্চলের কিছু অঞ্চলের উপর নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছে । বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে ।
বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মতো সশস্ত্র গোষ্ঠীগুলি পাকিস্তানি সামরিক বাহিনীর উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে । পাকিস্তানের আসন্ন দেশব্যাপী নির্বাচনের পটভূমিতে হামলার মাত্রা আরও বেড়ে গেছে । যে কারণে উদ্বেগের সৃষ্টি হয়েছে পাকিস্তানে । এদিকে নির্ধারিত ভোটগ্রহণের আর মাত্র ১০ দিন বাকি। নির্বাচনী প্রক্রিয়ায় সম্ভাব্য নিরাপত্তা নিয়ে চিন্তিত পাকিস্তান সরকার ।।