এইদিন ওয়েবডেস্ক,পিয়ংইয়ং,১৫ মে : উত্তর কোরিয়ায় গত তিন দিনে ৮ লাখের বেশি মানুষের করোনা আক্রান্ত হয়েছে । উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে,রবিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । তার মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জনের চিকিৎসা চলছে । এযাবৎ ৎকরোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪২ জন ।
বিশ্বের দূর্বলতম স্বাস্থ্য পরিষেবা যুক্ত দেশগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে উত্তর কোরিয়া । গণহারে করোনার টিকাকরণ, ভাইরাসবিরোধী ওষুধ প্রদান বা বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করার সক্ষমতা নেই দেশটির । আর এই সীমাবদ্ধতার কারণে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) কোভিড টিকা দিতে চেয়েছিল উত্তর কোরিয়াকে । কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দিয়েছিল একনায়ক কিম জং-উন । আর তাঁর এই সিদ্ধান্তের কারণে ভুগছে উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকরা ।
গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়ে পিয়ংইয়ংয়ে ।পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলে উল্লেখ করে দেশজুড়ে লকডাউন ও বিধিনিষেধ জারি করেন কিম জং-উন । দেশের সব প্রদেশ, শহর ও কাউন্টি পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে । কর্মক্ষেত্র, উৎপাদন এলাকা ও আবাসিক এলাকাগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে । কিন্তু তা সত্ত্বেও দ্রুত হারে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা । পরিস্থিতির গুরুত্ব বুঝে ফের একবার ভ্যাকসিন পাঠানোর প্রস্তাব দিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া । এখন দেখার একনায়ক কিম জং-উন এই প্রস্তাব গ্রহণ করেন কিনা ।।