এইদিন ওয়েবডেস্ক,কঙ্গো,১১ জুন : ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করায় কঙ্গোর ৬০ জনেরও বেশি খ্রিস্টানকে নৃশংসভাবে হত্যা করেছে মুসলিমরা । ঘটনাটি ঘটেছে গত ৭ জুন কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআরসি) বেনির(Beni) মাসালা (Masala) এলাকায় । একটি নৃশংস হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট (আইএসআইএস) । সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টের মাধ্যমে বলেছে,’মধ্য আফ্রিকান রাজ্য: পূর্ব কঙ্গোতে খিলাফত সৈন্যদের আক্রমণে একজন কঙ্গোলিজ সেনা কর্মকর্তাসহ ৬০ জনেরও বেশি খ্রিস্টান নিহত হয়েছে।’ আইএসআইএস-এর সাথে সম্পৃক্ত একটি সন্ত্রাসী সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (ADF) দ্বারা সাম্প্রতিক হামলার ফলে কমপক্ষে ১৪ জন ক্যাথলিক নিহত হয়েছে ৷ এরিনগেটি শহরে সংঘটিত এই গণহত্যায় জড়িতদের গাড়ির চাকায় পিষে এবং রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল। ভ্যাটিকান সংবাদপত্র অবজার্ভেটর রোমানা (L’Osservatore Romano) জানিয়েছে যে নিহতদের মধ্যে অনেকেই খুব অল্পবয়সী এবং ইসলামে ধর্মান্তরিত হতে অস্বীকার করার জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল ।।