এইদিন ওয়েবডেস্ক,ইয়াঙ্গুন,১৯ এপ্রিল : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত এক হাজারেরও বেশি নারী ও শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতীয় ঐক্য সরকারের মহিলা, যুব ও শিশু মন্ত্রণালয় (এনইউজি) । বিবৃতিতে বলা হয়েছে যে অভ্যুত্থানের ২ বছরেরও বেশি সময় ধরে সামরিক পরিষদের হিংসার কারণে মোট ১,০৩৩ জনের মধ্যে ৬৩৭ জন মহিলা এবং ৩৯৬ জন শিশু নিহত হয়েছে । এছাড়াও ৩ হাজার ৩০০ নারী ও ৩৫৫ শিশু কারাগারে রয়েছে । এনইউজির পরিসংখ্যান অনুযায়ী,।অভ্যুত্থানের পর সামরিক পরিষদের হিংসার কারণে নিহতদের মধ্যে ৩২ শতাংশ নারী ও শিশু, এবং গ্রেপ্তার ও আটকদের মধ্যে ১৭ শতাংশ নারী ও শিশু রয়েছে ।
মিয়ানমারের সংবাদ মাধ্যম সালউইন টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে পাজি জি-এর উপর সামরিক কাউন্সিলের বিমান হামলায় প্রায় ৪০ জন শিশু গণহারে নিহত হয়েছে। মিলিটারি কাউন্সিল আর্মিরা আর্মিরা গ্রামের মহিলা ও শিশুদের উপর নির্বিচারে গুলি চালায় । গ্রেফতারের সময় বিনা উস্কানিতে গুলি ও অমানবিক নির্যাতনের কারণে মৃত্যুও হচ্ছে অনেকের । রাজনৈতিক বন্দীদের সমর্থনকারী সংস্থা এএপিপি এর মতে,সামরিক অভ্যুত্থানের সময় থেকে ১২ এপ্রিল পর্যন্ত অন্তত ৩,২৪০ জন নিরীহ মানুষ নিহত হয়েছে।।