শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৪ ফেব্রুয়ারী : আজ বুধবার সরস্বতী পূজো ঘিরে গোটা রাজ্য জুড়ে ছিল উৎসবের আবহ । প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান মেতে ছিল বাকদেবীর আরাধনায় । শিক্ষা প্রতিষ্ঠান না হয়েও সরস্বতী পূজোর আয়োজন করে নজির সৃষ্টি করল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা যাতে আজ উৎসবের আনন্দ থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য হাসপাতালের পৃথক একটি ঘরে আয়োজন করা হল সরস্বতীপূজার । শুধু পূজোই নয় দুপুরে ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা । সন্ধ্যারতির সময় আয়োজন করা হল ধুনুচি নাচের প্রতিযোগিতা । সন্ধ্যারতি মিটতেই দেবী প্রতিমার সামনে আয়োজন করা হল মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা । প্রতিযোগিতায় অংশ নিলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ও তাদের সন্তানরা ৷ আনন্দ উপভোগ করলেন রোগী ও তাদের পরিজনরা । আজ সরস্বতী পূজোর দিনে কার্যত জমজমাট ছিল মন্তেশ্বরের হাসপাতাল । হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্বোগের প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা ।
মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডঃ পার্থ সারথী ভান্ডারী বলেন,’স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগী ও পরিজন স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত কর্মীদের কথা ভেবে স্বাস্থ্য কেন্দ্রে পার্শ্ববর্তী একটি হলঘরে সরস্বতী পুজোর আয়োজন করা হয়, রোগী এবং রোগীর পরিজনরা ও স্বাস্থ্যকর্মীরা এই সরস্বতী পুজোয় নিজে নিজে এলাকায় পুজোয় অংশগ্রহণ করতে পারছে না, তাদের কথা মাথায় রেখে এই পুজো আয়োজন করা হয়, তাতে রোগী ও রোগী পরিজনরা এবং স্বাস্থ্য কর্মীরা সকলেই পূজোর অঞ্জলি দেয় পুজো দেয়,, এই সরস্বতী পুজোয় প্রসাদ বিতরণ ও খিচুড়ি ভোগের ব্যবস্থা ছিল। এছাড়াও দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সরস্বতী পুজো উপলক্ষে সকলেই খুব খুশি ।’
দেখুন ভিডিও 👇
মন্তেশ্বর থানার রাইগ্রামের বাসিন্দা জনৈক এক রোগীর আত্মীয়া মীরা রায় বলেন,’দেবীকে পূজো দিলাম । প্রসাদ ও দুপুরে খিচুরি ভোগ খেলাম সকলে । খুব সুন্দর কাটল আজকের এই দিনটা ।’ জানা গেছে,হাসপাতালের চিকিৎসক ও নার্সরা চাঁদা তুলে এই পূজো পরিচালনা করেন । চিকিৎসাধীন রোগীদের আত্মীয় স্বজনরা জানান,ভবিষ্যতেও যেন হাসপাতালে সরস্বতীপূজো নিয়মিত হয় । তাতে একদিনের জন্য হলেও রোগীরা রোগ যন্ত্রণা ভুলে কিছুটা সময় আনন্দে কাটাতে পারে । বিএমওএইচ জানিয়েছেন, তিনি থাকাকালীন অবশ্যই সরস্বতী পূজোর আয়োজনের চেষ্টা করবেন,তবে চিকিৎসার কাজে কোনো ব্যাঘাত না ঘটিয়ে ।।