শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৭ মে : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এলাকায় শিয়ালের আক্রমণের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে । কারোর আঙুল এবং কারোর বুকের মাংস খুবলে খেয়েছে একটি হিংস্র শিয়াল । ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুরিয়া গ্রামে ৷ শিয়ালের হামলায় গুরুতর আহত হয়েছেন ৪ মহিলাসহ অন্তত ৫ জন । আহতরা হলেন, চিত্তবালা কয়াল,সৃষ্টি দাস,মুক্তবালা কয়াল, মুক্তকেশি কয়াল এবং পুষ্পবালা কয়াল । আহতদের মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে ।
জানা গেছে,শিয়ালের আক্রমণের ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর প্রায় সাড়ে ১২ টা এবং পাঁচটা নাগাদ, দু’দফায় । আশুরিয়া গ্রামের বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ চালায় শিয়ালটি । দুপুরে প্রথমে অশীতিপর বৃদ্ধা চিত্তবালা কয়ালের উপর হামলা চালায় ওই পুর্ণ বয়স্ক শিয়ালটি । বৃদ্ধার বাম হাতের তর্জনীর একাংশ কেটে নিয়ে পালায় । এরপর বিকেল প্রায় ৫ টা নাগাদ মহিলারা যখন বাড়ির সামনে বসে গল্পগুজব করছিলেন সেই সময় শিয়ালটি ফের হামলা চালায় । কারোর বুকের এবং কারোর পায়ের মাংস খুবলে তুলে নেয় । মহিলাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায় । পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।
স্থানীয় বাসিন্দা কানারি কয়াল বলেন,’আমাদের এলাকায় শিয়ালের উপদ্রব আগেও ছিল । কিন্তু এভাবে বাড়ি বাড়ি ঢুকে হামলা চালানোর ঘটনা আগে কখনো ঘটেনি । আমরা চরম আতঙ্কের মধ্যে আছি ।’ বিশেষজ্ঞরা জানান,নগরায়নের ফলে বন্য পশুপাখিদের বাসস্থান ও খাদ্যের উৎস ক্রমশ সঙ্কুচিত হয়ে যাচ্ছে । যেকারণে অনেক বন্য প্রাণী বিলুপ্তও হয়ে গেছে । মন্তেশ্বরের আশুরিয়া গ্রামে শিয়ালের হামলার ঘটনা খাদ্যাভাবের কারনেও হতে পারে বলে মনে করছেন তারা ।।

