শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৭ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিশ্বকর্মা পূজোগুলির মধ্যে অন্যতম হল মন্তেশ্বর থানার মালডাঙ্গা বাসস্ট্যান্ডের বিশ্বকর্মা পূজো । প্রাচীন এই পূজো পূজো ঘিরে মেতে ওঠেন মন্তেশ্বর ছাড়াও আশপাশের ৩-৪ টি ব্লকের বাস ইউনিয়নের সদস্যরা । মালডাঙ্গা ব্যবসায়ী সমিতি ও বাস ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মালডাঙ্গা বাজারের এই বিশ্বকর্মা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হল । প্রদীপ জ্বেলে পূজোর উদ্বোধন করলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন সেখ । তাঁর সঙ্গে ছিলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতিসহ অনান্য বিশিষ্টজন ।
আহমেদ হোসেন সেখ বলেন,’আজ আমাদের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজোর শুভ উদ্বোধন হল । মালডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি,বাস মালিক সমিতি ও কর্মচারী বৃন্দ সহ মালডাঙ্গার আপামর জনতার উদ্যোগে গোটা ব্লকের মধ্যে একটাই ঐতিহ্যবাহী বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয় ।’ তিনি বলেন,’আমাদের মালডাঙ্গা বাসস্ট্যান্ড বলগোনা, ভাতার,কাটোয়া,মন্তেশ্বর, কুসুমগ্রাম,মেমারি প্রভৃতি এলাকার কেন্দ্রস্থল । মালডাঙ্গা বাসস্ট্যান্ডে অনেক গাড়ি পার্কিং হয় । এউ পুজোর জন্য সকল বাসকর্মী মুখিয়ে থাকেন । এছাড়া ওই সমস্ত এলাকার মানুষও বাবা বিশ্বকর্মার দর্শন করার জন্য মালডাঙ্গায় আসেন । প্রচুর সংখ্যক কচিকাঁচাদের সাথে তাদের বাবা-মায়েরা আসেন । প্রচুর দোকানপাট বসে । মালডাঙ্গা বাজারের বিশ্বকর্মা পূজো খুবই আনন্দ সহকারে অনুষ্ঠিত হয় ।’
মালডাঙ্গা বাসস্ট্যান্ডের বিশ্বকর্মা পূজো উপলক্ষে গতকাল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । মূলত বাস ইউনিয়ন কমিটি সভাপতির সব্যসাচী দাঁর উদ্যোগে এই রক্তদান শিবিরটি হয় । সন্ধ্যায় পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এলাকার বেশ কিছু দুঃস্থ নারী ও পুরুষের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয় । আহমেদ হোসেন সেখ জানান,বিশ্বকর্মা পুজো উপলক্ষে চারদিন বাপি চলবে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান । সেইসঙ্গে বসেছে বড় মেলা বসেছে । প্রচুর মানুষ মেলা দেখার জন্য ভিড় জমাচ্ছেন বলে তিনি জানান ।।