এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৬ মে : ভোট পর্ব মিটতেই পূর্ব বর্ধমান জেলার মন্তেস্বরে রহস্যজনকভাবে মৃত্যু হল বিজেপির এক বুথ সভাপতির । আর এই ঘটনাটাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের শেলিয়া গ্রামের ১৬৮ নম্বর বিজেপি বুথ সভাপতি অভিজিৎ রায়কে আজ বৃহস্পতিবার তাকে বাড়ির কাছেই গোয়ালঘরের ছাউনির সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় । খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । এদিকেই ঘটনার কথা চাওড় হতেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন অভিজিৎকে খুন করার পর ঝুলিয়ে দিয়েছে । ঘটনার প্রতিবাদে মন্তেশ্বর থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি ।
বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দারের দাবি,’জামনা অঞ্চলের ১৬৮ নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে হয়েছে । শাসকদলের মদতে তৃণমূল নেতা তোতা খান, সাবির খানের নেতৃত্বেই হত্যাকান্ড ঘটানো হয়েছে । ভোটের একদিন আগেও তারা অভিজিৎযে হুমকি দিয়েছিল।’ হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে তিনি দাবি করেছেন, ‘এ বছরে যে ভোট হয়েছে সেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে । তৃণমূল নিশ্চিত বুঝে গেছে যে ওরা হারছে । তাই এখন থেকে বিজেপি কর্মীদের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে ।’ পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার না করা হলে তারা পথ অবরোধ শুরু করবেন । পুলিশ জানিয়েছে,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে ।।