শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১১ ডিসেম্বর : শ্বশুরবাড়িতে নবান্ন খেয়ে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল আরোহী এক যুবকের । আজ বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মালডাঙ্গা-ভাতার সড়কপথে হোসেনপুর ও ঘোড়াডাঙ্গার মাঝামাঝি এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম বুদ্ধদেব মল্লিক(২৭) ওরফে মনোজ । তার বাড়ি ভাতার থানার শুনুড় গ্রামে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।
জানা গেছে,বুদ্ধদেব মল্লিকের শ্বশুরবাড়ি মন্তেশ্বর থানার দেনুর অঞ্চলের পাতুন গ্রামে । রবিবার শ্বশুরবাড়ি গ্রামে নবান্ন উৎসব ছিল । ওইদিন নিজের মোটরসাইকেলে স্ত্রী সুমনাদেবী, বড় মেয়ে অহনা মল্লিক (৫) এবং ২ মাসের ছোট মেয়েকে বাইকে চাপিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন বুদ্ধদেব । আজ একাই বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি ।
জানা গেছে,মালডাঙ্গা-ভাতার সড়কপথ ধরে বাইক চালিয়ে আসার সময় হোসেনপুর ও ঘোড়াডাঙ্গার মাঝামাঝি এলাকার বাজারে একটা ডাম্পার বাইকে ধাক্কা দেয় । বাইক থেকে ছিটকে পড়েন বুদ্ধদেব । হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত লাগে তার । খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এদিকে স্বামীকে হারিয়ে দুই শিশুকন্যাকে নিয়ে বিপাকে পড়েছেন সুমনাদেবী । স্বামীর শোক ও মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ঘনঘন মুর্ছা যাচ্ছেন তিনি ।।