মন্দিরের চাতালের ঠিক পাশ দিয়ে নদীর জল ভয়ংকর গতিতে প্রবাহিত হচ্ছে । মন্দিরেও ঢুকে পড়েছে বন্যার জল । কিন্তু তখন মন্দিরের সামনে চাতালের উপরে দাঁড়িয়ে একমনে প্রভূর আরাধনায় মগ্ন থাকতে দেখা যায় একজন বৃদ্ধ সন্ন্যাসীকে । হিমাচল প্রদেশে বন্যার ধ্বংসযজ্ঞের মুহুর্তের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে মানুষ এটিকে ঈশ্বরের অলৌকিক ঘটনা বলে অভিহিত করছে। ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করে @iNikhilsaini লিখেছেন – হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিশ্চিত! কুলুর হনুমান মন্দিরে, মন্দিরের ভেতরে পুরোহিত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন, আর বিয়াস নদী মন্দিরের ঠিক পাশেই উত্তাল । এই ধরণের মুহূর্তগুলি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি নিজেই ঈশ্বরের প্রকৃত রূপ।
হিমাচল প্রদেশের কুল্লুতে বিয়াস নদীতে বর্তমানে বন্যা চলছে এবং নদীর জল লাল সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । এমন পরিস্থিতিতে,আশেপাশের অঞ্চলগুলিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ভাইরাল ভিডিওতে,নদীর ঠিক গায়েই হনুমানজির একটি মন্দির দ্রুত প্রবাহের সামনে একটি শক্তিশালী পাথরের মতো দাঁড়িয়ে আছে এবং মন্দিরের পুরোহিত তাঁর ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রেখে ‘জয় রাম জয় রাম জয়জয় রাম’ মন্ত্র জপ করে পূজায় মগ্ন ছিলেন ।
ভিডিওতে দেখা যাচ্ছে মন্দিরের সামনে থেকে বিধ্বংসী গতিতে নদীর জল প্রবাহিত হচ্ছে এবং মন্দিরের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে পুরোহিত অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে পূজায় নিযুক্ত আছেন। ১২ সেকেন্ডের এই ক্লিপে, মন্দিরের সামনে দিয়ে জলের তীব্র স্রোত বয়ে যেতে দেখা যাচ্ছে। কিন্তু এটি কেবল মন্দিরের চৌকাঠ স্পর্শ করে এবং দূরে সরে যেতে থাকে। পুরোহিতের কাছেও সেখান থেকে চলে যাওয়ার বিকল্প ছিল । কিন্তু প্রভু শ্রীরাম ও হনুমানজীর উপর অগাধ আস্থার কারনে মন্দির ত্যাগ করেননি । যা নেটিজেনদের অবাক করে দিয়েছে৷।

