এইদিন ওয়েব ডেস্ক, মঙ্গলকোট,১১ নভেম্বর: একবুক স্বপ্ন নিয়ে মাত্র দেড়বছর আগে বিএসএফে যোগদান করেছিলেন বাবা মায়ের একমাত্র পুত্র পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কুলসোনা গ্রামের যুবক তাপস ঘোষ(২১)।দেশসেবা লক্ষ্য তো ছিলই।তার সাথে পরিবারের কিছুটা আর্থিক সচ্ছলতা ফেরানোর গুরুদায়িত্ব এই অল্পবয়সে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তরতাজা যুবকটি। কিন্তু কর্মস্থলে ডিউটিরত অবস্থায় বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল তার।মঙ্গলবার পাঞ্জাবে তার মৃত্যুর পর এদিন বুধবার রাতে তার কফিনবন্দি দেহ নিয়ে আসা হল গ্রামের বাড়িতে। তরতাজা যুবকের মৃত্যুতে শোকাস্তব্ধ গোটা গ্রাম। কুলসোনা গ্রামের প্রান্তিক চাষি হৃদয় ঘোষের একমাত্র ছেলে তাপস । বাড়িতে রয়েছেন মা। রয়েছে ছোট বোন। হৃদয়বাবু জানান দেড়বছর আগে তার ছেলে বিএসএফে যোগ দিয়েছিলেন। পঞ্জাবে কর্মরত ছিলেন।
মৃতের বাবা হৃদয় ঘোষ বলেন, ” মঙ্গলবারেই আমার ছেলের মৃত্যুর খবর আসে। জানাতে পারি আমার ছেলে যে তাঁবুতে ছিল সেই তাঁবুর রড কোনওভাবে হাই টেনশন বিদ্যুৎ তারে লেগে গিয়েছিল । সেই রডের সংস্পর্শে এসে আমার ছেলে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে মারা গেছে বলে আমাদের জানানো হয় ।” এদিন রাতে কফিনবন্দি দেহ বাড়িতে নিয়ে আসা হয় বিএসএফের পক্ষ থেকে। তারপর দেহ সৎকার করা হয়।