শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১১ মার্চ : কেউ খেটে খাওয়া মানুষ,কেউ প্রান্তীক চাষী, আবার কেউ অবসরপ্রাপ্ত সরকারী কর্মী, সকলেই ভবিষ্যতের কথা ভেবে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলেন সরকারী সমবায় সমিতিতে । কিন্তু প্রয়োজনের সময় তাঁরা টাকা তুলতে গিয়ে জানতে পারের সমবায়ের ভাঁড়ার শুন্য । পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের জামনা সমবায় সমিতিতে সেভিংস ও ফিক্সড ডিপোজিটের টাকা রেখে এখন চরম বিপাকে পড়ে গেছে কয়েক’শ গ্রাহক । কারোর ২০ হাজার, কারোর ৫০ হাজার, কেউ আবার লক্ষাধিক টাকা জমা রেখেছে সমবায়ে । কিন্তু বিগত কয়েক বছর ধরে গ্রাহকরা তাঁদের নিজেদের গচ্ছিত টাকা পাচ্ছেন না বলে অভিযোগ । এনিয়ে একাধিকবার সমবায়ে বিক্ষোভ দেখিয়েছেন গ্রাহকরা । মিলেছে আশ্বাস । কিন্তু আশ্বাসই সার । শুক্রবারেও বেশ কিছু গ্রাহক জামনা সমবায় সমিতিতে এসে তুমুল বিক্ষোভ দেখালেন । কয়েকজন বয়স্ক মহিলাও সামিল হন । বেশ কিছুক্ষন ধরে চলে বিক্ষোভ । শেষে বিক্ষোভকারীরা নিজেরাই বিক্ষোভ তুলে হতাশ হয়ে বাড়ি ফিরে যান ।
সমবায়ের এআরসিএস বিমলকৃষ্ণ মজুমদার বলেন, ‘সমবায় থেকে সুদসহ মোট প্রায় দেড় কোটি টাকা পাবেন গ্রাহকরা । বিষয়টি কতৃপক্ষকে জানানো হয়েছে ।’ কিন্তু এতদিন গ্রাহকরা কেন নিজেদের গচ্ছিত টাকা তুলতে পারেননি ? কবেই বা তাঁরা তাঁদের টাকা পাবে ? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি সমবায়ের এআরসিএস ।।