এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৫ জানুয়ারী : পড়নে স্যুট-বুট,গলায় ঝোলানো একটা দেওয়াল ঘড়ি । হাতে একটি ব্যাগ । হোন্ডা অ্যাক্টিভা নেমে এক যুবক সোজা চলে যান ফ্লাইওভারের রেলিংয়ের কাছে । তারপর হাতে থাকা ব্যাগ থেকে গোছা গোছা টাকা বের করে ছুড়ে দেন নিচে । তবে সবই ছিল ১০ টাকার নোট । মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর কেআর মার্কেট ফ্লাইওভার থেকে আচমকা টাকার বৃষ্টি শুরু হওয়ায় হতচকিত হয়ে যান পথচলতি মানুষ । তবে সুযোগের সদব্যবহার করতে দেরি করেনি পথচারীরা । ফলে টাকা কুড়ানোর জন্য শুরু হয়ে যায় হুড়োহুড়ি । এতে প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয় । শুধু নিচে নয়, ফ্লাইওভারেও কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়েছিল । প্রায় তিন থেকে চার হাজার টাকা ছুড়ে ফেলে দেওয়া হয় বলে খবর ।
জানা গেছে,ওই ব্যক্তির নাম অরুণ,পেশায় একজন ইভেন্ট প্ল্যানার,ব্যাঙ্গালোরের বাসিন্দা । অরুণ ভি.৯ ইভেন্টের সিইও। বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্ট প্ল্যানিং করেন তিনি । কিন্তু হঠাৎ কেন এই কান্ড ঘটিয়েছেন তিনি ? উত্তরে ওই ব্যক্তি বলেছেন,’জীবনে তিতিবিরক্ত হয়ে গেছি । আর তার জেরেই এই কাজ করেছি ।’ এদিকে বিষয়টি মোটেই হাল্কাভাবে নেয়নি কেআর মার্কেট পুলিশ । পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে এনসিআর নথিভুক্ত করেছে । কেন তিনি পাবলিক প্লেসে এমন আচরণ করলেন তার তথ্য দিতে বলে নোটিশ জারি করা হয়েছে তাঁকে ।।