এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ডিসেম্বর : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে সরকারি আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে ‘কাটমানি’ আদায়ের অভিযোগ বহু দিন থেকেই উঠছে । মাঝে মধ্যেই রাজ্যের শাসকদলের নেতাদের এহেন অনৈতিক কর্মকান্ড প্রকাশ্যে আসে । ফের একবার আবাস যোজনা প্রকল্পে ‘কাটমানি’ নিয়ে উপভোক্তার সঙ্গে এক তৃণমূল নেত্রীর দর কষাকষির ভিডিও প্রকাশ্যে এল । ভিডিওটি এক্স-এ ভাগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি জানিয়েছেন, ঘটনাটি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি-২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের গাজীপুর গ্রামের । আর ওই তৃণমূল নেত্রী হলেন গাজীপুর গ্রামের ৪৯ নম্বর বুথের সভাপতি নিলিমা দাস । শুভেন্দু অধিকারী কটাক্ষ করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সংক্ষেপণ “টিএমসি”কে অবিহিত করেছেন “টাকা মারা কোম্পানি” বলে ।
শুভেন্দুর শেয়ার করা ভিডিওতে লাল ছাপা শাড়ি পরে এবং হাতে একটি স্মার্টফোন নিয়ে নিলিমা দাসকে একটি বাড়ির মহিলাদের সঙ্গে কথপোকথন করতে দেখা গেছে । বাড়িতে ইঁটের দেওয়াল ও টালির ছাউনি দেওয়া একতলা ছোট ছোট ২-৩টি ঘর রয়েছে । রান্নার গ্যাসসহ নিত্য ব্যবহার্য সামগ্রীগুলি ছড়ানো ছিটানো রয়েছে । বাড়ি ও পরিবারের মহিলাদের চেহেরা দেখে দারিদ্রের স্পষ্ট ছাপ অনুভব করতে পারা যায় ।
একটা ঘরের সামনে দাওয়ায় বসে নিলিমা দাসকে বলতে শোনা যায়,দিয়ে দিন…কারন ১৫-২০ হাজারের কম নিই না । মা, আমার বিশ্বাস করেন ৷ আমি মিথ্যা কথা বলতে আসিনি । আমি প্রধান মেম্বারকে বুঝে লিব৷ আপনাকে খোলামেলাই বলে দিচ্ছি । আপনি ১০ হাজারটা দিয়ে দিন বাকিটা আমি বুঝে লিব । আমি ২০ হাজারের কম কোনোভাবেই চাই না৷’
তখন উপভোক্তা মহিলাকে বলতে শোনা যায়,তোমাকে ১০ হাজার টাকা দিতে হবে, ওকে ১০ হাজার টাকা দিতে হবে, কোথা থেকে অত টাকা দেবো ?’ তখন তৃণমূল নেত্রী বলেন,’এই টাকার ভাগিদার কেউ নয়, শুধু আমরাই । কেউ পাবে না টাকা৷’ এরপর তিনি বাড়ির উঠানে গিয়ে বলেন,’শোন শোন..আর কে আসে তোমাদের কাছে টাকা চাইতে ? আমায় বলো…এটা তো ভুল কথা বলছেন…আর কে আসতেছে বলতে হবে তাইলে । কে আসছে ? কে আসছে ? আমাদের বুথে আর তো কেউ আসবে না৷ কে আসছে গো কাকিমা ? সত্যি করে বলেন ।’ উত্তরে উপভোক্তা মহিলা বলেন, ‘এবারে এলে ঠিক তোমায় বলে দেবো । ফোন নম্বরটা দিয়ে যাও৷’ এরপর নেত্রী বলেন,’আমার ফোন নম্বরটা রাখেন তো ।’
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন,’T – টাকা, M – মারা,C – কোম্পানি । আসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারী’র সাথে। ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি-২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯ নং বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নিলিমা দাস। গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন।’।