এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ সেপ্টেম্বর : সাইকেল চুরির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশের হাতে গ্রেফতার হল ভাতারের এক যুবক । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ টি চুরি যাওয়া সাইকেল । ধৃত যুবককে ভাতার থানার নিত্যানন্দপুর অঞ্চলের সন্তোষপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন মণ্ডল নামে চিহ্নিত করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর,সাম্প্রতিক কিছু সময় ধরে কাটোয়া শহরের বাগানেপাড়া, সিদ্ধেশ্বরীতলা প্রভৃতি এলাকা থেকে একের পর এক সাইকেল চুরির ঘটনা ঘটছিল । মূলত ১০-১৫ হাজার টাকা দামের সাইকেলগুলিকে নিশানা করত ওই দুষ্কৃতকারী । কাটোয়া থানায় একের পর এক অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্তে নামে পুলিশ । শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ দুষ্কৃতী মহিউদ্দিন মণ্ডলকে চিহ্নিত করতে সক্ষম হয় । এরপরেই ভাতার থানার সন্তোষপুর গ্রামে হানা দিয়ে রবিবার রাতে পুলিশ তাকে পাকড়াও করে । সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে ধৃত মহিউদ্দিন মণ্ডল মাদকের নেশায় আসক্ত। ভিন এলাকায় গিয়ে দামি দামি সাইকেল চুরি করাই মূলত তার পেশা । চুরি করে বাইরে বিক্রি করে দিত সাইকেল গুলি । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি চুরি যাওয়া সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে ।।