এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ সেপ্টেম্বর : বাংলা দৈনিক সংবাদপত্রের সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়ের একটা প্রতিবেদনের জবাবে বামপন্থীদের আদর্শ বলে পরিচিত স্টালিন ও কার্ল মার্ক্সের ‘কেচ্ছা’ প্রাকাশ্যে আনলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । আরজি কর ধর্ষণ-খুন মামলায় সন্দীপ ঘোষদের সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবতের নাম টেনে আনায় তিনি তীব্র নিন্দা করেছেন ।
নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন,সন্দীপ ঘোষ এন্ড কোম্পানি যে ধর্ষণ এবং খুন করে ভুল করেনি সেটা প্রতিষ্ঠা করতে বিশিষ্ট নকশাল নেতা অনির্বান চট্টোপাধ্যায় এবার টেনে নামলেন পরম পূজনীয় মোহন ভগবতজি কে তার আনন্দবাজারে? ইন্দিরা গান্ধীর যুগে কেউ নেহেরুকে নিয়ে এই লেখা লিখলে তার ১৪ পুরুষকে জেলে পাঠানো হত, কিংবা কাল যদি দীপঙ্কর ভট্টাচাৰ্য পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী হন কোন এক যদু বলে ও কেউ যদি মাও সম্পর্কে এই সব বলে l এখানে দেখার বিষয় লেখক জোগাড় করা হয়েছে এক ভট্টাচাৰ্য পদবির লোককে, যাতে লোকজন বোঝেন যে ধর্ম সম্পর্কে লেখকের প্রচুর জ্ঞান l আমি চ্যালেঞ্জ করে বলছি অনির্বাবাবুক আপনার এই ভট্টাচাৰ্য মনুস্মৃতির যেকোনো একটা শ্লোকের পুরো বঙ্গানুবাদ করে দেখাক l আজেবাজে অসভ্য বর্বরদের কথার কোন উত্তর হয় না বলে উত্তর দিচ্ছি না কিন্তু মাক্সবাদী সভ্যতায় মহিলাদের l
১. নব্বইএর দশকে আশুতোষ কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী শালিনী মুখোপাধ্যায় নামে একটি মেয়ে সালোয়ার কামিজ পড়ে কলেজে আসায় তাকে তিরস্কার করে l পরে শালিনী কলেজ ছাড়তে বাধ্য হন এবং শুভঙ্কর উপাচার্য হিসেবে প্রমোশন পান l পার্টির ওঁনার প্রতি এতোটা ভরসা ছিল যে দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তাকে ভোটে দাঁড় করানো হয় l দক্ষিণ কলকাতার তথাকথিত উদার মানুষ প্রায় ৪ লক্ষের বেশী ভোট দেন এই অমানুষটিকে l
২. ভারতের একটা কমিউনিস্ট পার্টি দেখান যেখানে একবারের জন্য কোন মহিলা জেনারেল সেক্রেটারি হয়েছেন l একটা উদাহরণ দেখান অনির্বান চট্টোপাধ্যায় l আমাদের সরকার অর্থ, বিদেশ এবং প্রতিরক্ষার মত দপ্তরে মহিলাদের বসিয়েছেন l
৩. স্টালিনের মেয়ের তার বাবার যৌন জীবন সম্পর্কে লেখা পড়েছেন? মাওএর মেয়ের লেখা মাও যৌন জীবন? চাওসেস্কু থেকে কিমদের প্রত্যেকে এক এক জন দাগী ধর্ষক l স্বয়ং মার্ক্স তার ঝি কে প্রেগনেন্ট করে ছাড়েন l এরপরেও যদি গুরুজী তথা গোলওলকরজি মেয়েদের এই সব হাঙর থেকে বেঁচে থাকতে বলেন, ভুলটা কোথায়?
৪ মনুস্মৃতি নিয়ে অনেক কথা বলেন পড়াশোনা না করে l সংস্কৃতে তো অ আ ক খও পড়তে পারবেন অনির্বানবাবু? মনুস্মৃতি যখন ফাইনাল ভার্সন আসে, তখন পৃথিবীতে কি চলছিল? জুলিয়াস সিজার মেয়েদের কি চোখে দেখতো? আলেক্সানদার? এবার তুলনা করুন চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসারদের সঙ্গে l মনু স্মৃতি সেই যুগে বলে গেছে পুরুষ একবার বিবাহ করতে পারে মাত্র এবং নারীকে রক্ষা করা তার ধর্ম l মনু স্মৃতি বীরাঙ্গনা নারীকে শাসন ভার দেবার কথা বলেছে l এই কথা ব্যাস বলেছেন মহাভারতে আদি পর্বে এবং ঋগবেদেও আছে l মনু মেয়েকে সমান সম্পত্তি দেবার কথা বলেন পর্যন্ত l
৫ আনন্দবাজারের বিভিন্ন সম্পাদকদের সেক্স লাইফ নিয়ে লেখা শুরু করবো? ভাল লাগবে?
মহাভারত বা কালিদাস পড়েছেন অনির্বানবাবু? আমাদের দেশে ১১৯২ পর্যন্ত মেয়েদের ঘোমটা ছিল না l কারণ পুরুষ বর্বর ছিল না l ১১৯২ এর পরে পর্দা আসে l ঠিক যেমন ২০২৪ পর্যন্ত বাংলাদেশে হিন্দু মেয়েদের হিজাব পড়তে হত না কিন্তু সেপ্টেম্বর ২০২৪ থেকে পড়তে হচ্ছে l মেয়েদের স্থাবর সম্পত্তি দিকে সেই মেয়েকে তুলে নিয়ে গিয়ে মুসলিম শাসকরা বিয়ে করে সম্পত্তি দাবী করতো বলে তাঁদের অস্থাবর সম্পত্তি দেবার প্রথা চালু হয় l যা পরে পণ প্রথায় পরিণত হয় l
শেষে বলি কেন্দ্রে বিজেপি আছে বলে আমরা একটা প্রতিবাদ করে ছেড়ে দিলাম l যদি দেশে কোনদিন দীপঙ্কর ভট্টাচাৰ্য বা আপনার মত নক্সাল ক্ষমতায় আসে, এই ধরনের মিথ্যা তো দূরের কথা মার্ক্স, লেনিন, স্তালিন, মাও চাও দের সম্পর্কে সত্য লেখা সম্ভব হবে না l আপনার আনন্দবাজার হয়ে উঠবে গনশক্তি বা জাগো বাংলা l আপনি যদি মনে করেন চীন বা উত্তর কোরিয়ার তুলনায় সন্দীপ ঘোষ যা করেছে তা শিশুসুলভ বাতুলতা মাত্র, সেটা সরাসরি লিখুন না l কেন মহর্ষি মনু বা গুরুজিকে নিয়ে এই মিথ্যার আশ্রয়?
একেবারে শেষে ‘সুদীপ্ত গুহ’ নাম লিখেছেন তথাগত রায় ।।