এইদিন ওয়েবডেস্ক,সুরাট,২৬ আগস্ট : গুজরাটের সুরাটে কাজ করতে গিয়েছিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা মোহাম্মদ তোহিদুল আজিজ হক। সেখানে এক হিন্দু মহিলাকে বিয়েও করে সে । কিন্তু স্ত্রী মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাস করতে অস্বীকার করলে ‘রোহিত শর্মা’ নামে আধার কার্ড তৈরি করে নেয় ওই মুসলিম যুবক । সেই কার্ড দেখিয়ে সে হিন্দু প্রধান এলাকায় ঘরভাড়া নিয়ে স্ত্রীর সঙ্গে বসবাস করছিল । শেষ পর্যন্ত সুরাট পুলিশ পশ্চিমবঙ্গের ওই মুসলিম যুবককে গ্রেফতার করেছে । ধৃতের কাছ থেকে তিনটি আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ । ওই তিনটি আধার কার্ডের মধ্যে একটি আসল,বাকিগুলি ভূয়ো নথি দিয়ে তৈরি করা । বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে উত্তর দিনাজপুরের যুবক মোহাম্মদ তোহিদুল আজিজ হক।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,যে হিন্দু মহিলাকে মোহাম্মদ তোহিদুল বিয়ে করেছে সেই মহিলা সুরাটের একটি স্পাতে কাজ করেন । পুলিশের জেরায় ধৃত তোহিদুল জানিয়েছে,সে সাত বছর আগে সুরাটে এসেছিল এবং শহরের বিভিন্ন স্পা-এ ম্যানেজার হিসেবে কাজ করছিল । তবে সেখানে সে নিজেকে ‘আহমেদ খান’ পরিচয় দেয় । পুলিশের জেরায় ধৃত যুবক আরও জানায় যে মাত্র ১,৫০০ টাকা দিয়ে সে ‘রোহিত শর্মা’ ও ‘আহমেদ খান’ নামে দুটি ভূয়ো আধার কার্ড তৈরি করেছে । আর ‘রোহিত শর্মা’ নাম দিয়ে সে আধার কার্ড তৈরি করেছিল কারন তার হিন্দু স্ত্রী মুসলিম এলাকায় থাকতে অস্বীকার করেছিল ।
অবশেষে মোহাম্মদ তোহিদুল আজিজ হকের চালাকি ধরে ফেলে সুরাট পুলিশের এসওজি দল । পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে । ধৃতকে জেরা করে জাল আধার কার্ড চক্রের সন্ধান চালাচ্ছে পুলিশ ।।