এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ জুলাই : বাংলাদেশের কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে গবধর্ষণ মামলার প্রধান আসামি মহম্মদ আবুল কালাম (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) বিকেলের দিকে চকরিয়া থানার পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে পাকড়াও করে। তবে গনধর্ষণ মামলার ছাড়া তার বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
ধৃত মোহাম্মদ আবুল কালাম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর কাহারিয়া ঘোনা খামার পাড়া এলাকার মেহের আলীর ছেলে। সে একজন পেশাদার চোর বলে জানা গেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘টুরিস্ট পুলিশের বাড়িতে চুরি করতে গিয়ে তার স্ত্রীকে গনধর্ষণ করার মামলার প্রধান আসামিকে ধরা পড়েছে। এই মামলাটি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আগামী রবিবার (২০ জুলাই) ধৃত আসামি আবুল কালামকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। এছাড়া এই মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পুলিশের বাড়িতে চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশের স্ত্রী সন্তানদের নিয়ে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে থাকতেন । ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।।

