এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ জুলাই : আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামের দলীয় কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আদালতের দ্বারস্থ হবেন বলে পুলিশকে হুঁশিয়ারি দিলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম । আজ রবিবার রাতে বিষ্ণুপুর গ্রামে আসেন সিপিএমের ওই বর্ষীয়ান নেতা । তিনি দলীয় কর্মীকে খুনের ঘটনা নিয়ে পূর্ব বর্ধমান জেলার ডি এসপি (ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠকের সঙ্গে কথা বলেন। মহম্মদ সেলিম বলেন,’এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বালি মাফিয়া আব্দুল লালন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । পুলিশ তাকে আড়াল করতে চাইছে বলে খবর পেয়েছি । যদি তাকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা আদালতে যেতে বাধ্য হব ।’
শুক্রবার বিকেলে আউশগ্রামের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের সামনে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । সেই সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন শেখ রাজিবুল নামে ওই সিপিএম কর্মী । শনিবার সকালে কলকাতায় এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । ময়নাতদন্তের পর এদিন রাত ৮-১৫ নাগাদ রাজিবুল শেখের মৃতদেহ গ্রামে এসে পৌঁছায় । তার আগেই সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ, জেলা নেতা আভাস রায়চৌধুরীর সঙ্গে বিষ্ণুপুর গ্রামে চলে আসেন মহম্মদ সেলিম । মৃতদেহ প্রথমে দলীয় কার্যালয়ে আনা হয়। সেখানে মরদেহে মাল্যদান পর্বের পর বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করে সিপিএমের লোকজন । মহম্মদ সেলিম ও বাকি নেতৃত্বরা মিছিলে হাঁটেন । পরে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন মহম্মদ সেলিম । তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ।।