প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ মার্চ : ওএমআর শিট নষ্ট হওয়া নিয়ে এবার সিআইডিকে নিশানা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।সোমবার বর্ধমান জেলা পার্টি অফিসে আয়োজিত সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম দাবি করেন,ওএমআর শিট নষ্টের পিছনে পিছনে সিআইডি জড়িত। এই প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে সেলিম দাবি করেন,বছর চারেক আগে সিআইডি চাকরি দুর্নীতিতে অয়নকে গ্রেফতার করেও ছেড়ে দেয়।এতেই প্রমাণিত হয় ওএমআর শিট নষ্ট কাণ্ডে সিআইডিও জড়িত।আর এর ফল স্বরূপ মমতা ও অমিত শাহের বদান্যতায় রাজীব কুমার ভালো পোস্টিং পায়। সিপিএম নেতা মহম্মদ সেলিমের এইসব বক্তব্যকে যদিও শূন্য হয়ে যাওয়ার হতাশার প্রলাপ বলে মন্তব্য করেছেন ত্ণমূল নেতৃত্ব ।
ওএমআর শিট নষ্ট কাণ্ড ছাড়াও চাকরি দুর্নীতি নিয়ে সমপ্রতি তৃণমূল বিধায়ক উদয়ন গুহ যে মন্তব্য করেছেন তা নিয়েও এদিন সাংবাদিক বৈঠকে সরব হন মহম্মদ সেলিম। তিনি বলেন, হিন্দু শাস্ত্র মতে মৃত পিতার নামে গঙ্গায় গিয়ে পিণ্ড দান করা হয়। এটাই হিন্দু শাস্ত্রে নিয়ম আছে বলে তারা জানা।কিন্তু এখানে দাখাযাচ্ছে ছেলে নিজের বাপের পিণ্ডি চটকাচ্ছে“। হিরনের মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মহম্মদ সেলিম বলেন,ও আজ বিজেপিতে আছে কাল তৃণমূলে গিয়ে তার হয়ে কথা বলবে।
সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের “রাস্তাশ্রী’,’পথশ্রী প্রকল্পের উদ্বোধন নিয়ে কটাক্ষ করে মহম্মদ সেলিম বলেন,“মমতা শুধু ভাঙতে পারেন, গড়তে জানেন না।শিঙ্গুরে শিল্পে পরিকাঠামো, বিল্ডিং বুলডোজার দিয়ে ধ্বংস করেছে মমতা।তারপর ওখানে অনেক কিছু হয়েছে। সর্ষে বীজ থেকে হাব অনেক কিছু করার কথা উনি বলেছিলেন। কিন্তু কিছুই হয় নি।ওখানে কোন শিল্প গড়ে ওঠে নি”।
পাশাপাশি মহম্মদ সেলিম এও বলেন,সিপিএমের আমলে বোলপুরে শিল্পের জন্য অধিকৃত হওয়া জমিতে এখন আবাসন হচ্ছে। গোটা রাজ্যে একই অবস্থা। গত ১৩ বছর রাজ্যে কোন নতুন শিল্প নেই। এইসব নিয়ে আগামী ২৯ মার্চ রাস্তায় নামবে সিপিএম। সেলিমের হুঁশিয়ারি পুলিশ প্রশাসন অনুমতি না দিলেও সিপিএম রাস্তায় নামবে।
একশো দিনের কাজের টাকা না মেলা নিয়ে মহম্মদ সেলিম ব্যাখ্যা, একশো দিনের কাজের টাকা আটকানো যাবে না।যারা চুরি করেছে, তাদের ধরো,চোর ধরো।কিন্তু টাকা আটকে রাখায় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে।মহম্মদ সেলিমের এইসব বক্তব্য কে যদিও কোন গুরুত্বই দিতে চাইছেন না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ত্ণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র দেবু টুডু বলেন,বাংলার মানুষ ওদের শূন্য করে দিয়েছে। শূন্য হয়ে যাওয়া সিপিএম নেতারা এখন দিক শূণ্যও বটে। তাই সিপিএম নেতারা এখন প্রলাপ বকছেন ।।