এইদিনওয়েবডেস্ক,সিলেট,২৮জুলাই: বাংলাদেশের সিলেটের একজন হিন্দু তরুণী কনটেন্ট ক্রিয়েটরকে অর্থলোভে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ উঠেছে ‘প্রটেক্স আওয়ার সিস্টার সিলেট টিম’ নামে একটি ইসলামি জিহাদি সংগঠনের পান্ডা মহম্মদ সাব্বিরের বিরুদ্ধে । অভিযুক্ত সাব্বির ভিডিও কলের মাধ্যমে ওই তরুণীকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার জন্য ২ লাখ টাকা পুরস্কারের প্রলোভন দেখিয়েছিল । ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । ‘প্রটেক্স আওয়ার সিস্টার সিলেট টিম’ নামে ওই জিহাদি গোষ্ঠীটি নিয়মিতভাবে মিথ্যা প্রলোভন দেখিয়ে হিন্দু নারীদের ধর্মত্যাগের ফাঁদে ফেলার চেষ্টা করে চলেছে । মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি মৌলবাদী গোষ্ঠীগুলি দেশের শাসন ক্ষমতায় আসার পর গোষ্ঠীটি আরও সক্রিয় হয়ে উঠেছে ।এমনকি ইসকনের মহিলাদেরও অনলাইনে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
‘সেইভ আওয়ার হিন্দু সিস্টার টিম’-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ‘প্রটেক্স আওয়ার সিস্টার’-এর সদস্যরা হিন্দু মেয়েদের বিয়ে করে এক বা দুই সন্তানের জন্ম দেওয়ার পর তাদের তালাক বা ডিভোর্স দিয়ে ছেড়ে দেয়। এই ধরনের কর্মকাণ্ড সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করা হয়েছে।
এই প্রেক্ষাপটে, ‘সেইভ আওয়ার হিন্দু সিস্টার টিম’ সকল হিন্দু বোনদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই ধরনের লোভনীয় প্রস্তাবের ফাঁদে পা না দেন। সংগঠনটি সবাইকে নিজ ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ করেছে। সাধারণ মানুষকে এই ধরনের প্রলোভন থেকে সতর্ক থাকতে এবং কোনো প্রকার অনৈতিক ফাঁদে না জড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে হিন্দুদের পক্ষে আওয়াজ তোলা ওই সংগঠনটি । এদিকে এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ ও হিন্দু মেয়েদের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।।