এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,০৬ এপ্রিল : উত্তরপ্রদেশের বারাণসী জেলার জৈতপুরা থানার অন্তর্গত গোপালবাগ কলোনির একটি পয়ঃনিষ্কাশন নালা থেকে সোনম নামে এক তরুনীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সোনমের খুনি মোহাম্মদ রিজওয়ান নিজেই জৈতপুরা থানায় গিয়ে খুনের কথা কবুল করে । পরে তার দেখানো জায়গা থেকে তরুনীর মৃতদেহ উদ্ধার হয় । পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে আইপিসি এবং এসসি/এসটি আইনের ধারা ৩০২ (খুন), ২০১ (প্রমাণ লোপাট) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে ।
জানা গেছে,নিহত তরুনীর বাবা মির্জাপুরের বাসিন্দা ধর্মেন্দ্র পুলিশের কাছে জানিয়েছেন, রিজওয়ান কর্মক্ষেত্রে তার মেয়েকে অনুসরণ করত । তার মেয়ের সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল খুনি রিজওয়ান । কিন্তু সোনম তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে । নিহত তরুনীর বাবার সন্দেহ সেই কারনেই হয়তো রিজওয়ান তার মেয়েকে খুন করেছে ।
জানা গেছে,সোনমের বাবা ধর্মেন্দ্র পেশায় সবজি বিক্রেতা । জৈতপুরা থানার অন্তর্গত গোপালবাগ কলোনি এলাকার রামকমল সোনকারের পাওয়ার লুম ওয়ার্কশপে শ্রমিকের কাজ করত মোহাম্মদ রিজওয়ান । সোনকারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন সোনম এবং তার মা ।
প্রতিবেদনে জানা গেছে,প্রতিদিনের মতো পয়লা এপ্রিল সোনম কাজে বেড়িয়ে যান । কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি । ওইদিন কর্মস্থলে সোনম ও রিজওয়ানের মধ্যে কোনো বিষয় নিয়ে বচসা হয় । তখনই সোনমের ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করে রিজওয়ান । তারপর নিহত তরুনীর হাত বেঁধে পাওয়ার-লুমের পাশে পয়ঃনিষ্কাশন নালায় মৃতদেহটি সে ফেলে দেয় । তরুনীকে খুন করার পর নিজেই থানায় গিয়ে অপরাধের কথা কবুল করে খুনি । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) আরএস গৌতম ।।