এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১২ এপ্রিল : উত্তর প্রদেশের আগ্রার শাহী জামা মসজিদের বাইরে পশুর কাটা মাথা ও মাংস ফেলে দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল । পুলিশ অভিযুক্ত নজরউদ্দিনকে গ্রেপ্তার করেছে । সে আগ্রার টিলা নন্দরাম মন্টোলার বাসিন্দা সালাউদ্দিনের ছেলে । তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে নজরুদ্দিন কেন শাহী মসজিদের সামনে পশুর কাটা মাথা এবং মাংস ছুঁড়ে ফেলেছিল । তবে পুলিশ নজরউদ্দিনকে মিডিয়া থেকে দূরে রেখেছে। সিটি ডিএসপি সোনম কুমারের মতে,’পুলিশ অভিযুক্তকে ধরার চেষ্টা করছিল। নাজারুদ্দিন কেন এমন করলেন তা জানতে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
শুক্রবার (১১ এপ্রিল), জুমার নামাজের আগে আগ্রার শাহী জামে মসজিদের সামনে পশুর কাটা মাথা এবং মাংস পাওয়া যাওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেখানে বিশাল জনতা জড়ো হয়েছিল এবং পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের সন্দেহ, পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ এই কাজ করেছে। এর পর, পুলিশ মহম্মদ নজরউদ্দিনকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে।।