এইদিন ওয়েবডেস্ক,নেত্রকোনা(বাংলাদেশ),০৩ মে : দীর্ঘ দিন ধরেই বছর ষোলোর এক হিন্দু কিশোরীর পিছু নিয়েছিল বছর ত্রিশের এক মুসলিম যুবক । স্কুল ও টিউশন যাতায়াতের পথে প্রায়ই মেয়েটিকে সে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত । কিন্তু তার সেই প্রস্তাবে সাড়া দেয়নি ওই হিন্দু কিশোরী । তার জেরে ক্ষুব্ধ হয়ে ওই কিশোরীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে । হিন্দু ভয়েসের টুইটারে মেয়েটির ছবি শেয়ার করে পোস্টে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোনা(Netrokona) জেলার বাউশি(Baushi) ইউনিয়ন । নিহত কিশোরীর নাম মুক্তা রানী বর্মন(Mukta Rani Barman) । অভিযুক্ত মহম্মদ কাওসার (Muhammad Kawsar) ।
জানা গেছে,বাউশি ইউনিয়নের ছলিপুরা (chhalipura) গ্রামের বাসিন্দা মুক্তা রানী বর্মন । সে স্থানীয় একটি স্কুল থেকে দশম শ্রেণী বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । একই এলাকার বাসিন্দা অভিযুক্ত মহম্মদ কাওসার । সে স্কুলে যাতায়তের পথে মুক্তার পথ আটকে প্রায়ই উত্যক্ত করত । প্রেমের প্রস্তাব দিত । কিন্তু মুক্তা রানী তার সেই প্রস্তাবে সাড়া দেয়নি । এরপর দিন কয়েক আগে মুক্তা স্কুলে যাওয়ার সময় তার পথ আটকায় কাওসার । ফের সে প্রেমের প্রস্তাব দেয় কিশোরীকে । কিন্তু মেয়েটি তা প্রত্যাখ্যান করায় মহম্মদ কাওসার তার সঙ্গে আনা একটা ধারালো অস্ত্র দিয়ে ওই কিশোরীর মাথায় এলোপাথাড়ি কোপ বসাতে থাকে । কিশোরী রক্তান্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ঘাতক যুবক পালিয়ে যায় । পরে জখম কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । ঘাতক যুবকের বিরুদ্ধে থানায় খুনের মামলা রজু করেছে পরিবার ।।