এইদিন ওয়েবডেস্ক,তেলঙ্গানা,০৪ ডিসেম্বর : এবারের তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হলেন কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন । মহম্মদ আজহারউদ্দিন জুবিলি হিলস থেকে প্রার্থী হয়েছিলেন । তিনি ভারত রাষ্ট্র সমিতির (BRS) মাগন্তি গোপীনাথের কাছে ১৬,০০০ ভোটে হেরেছেন। ভারত রাষ্ট্র সমিতি ও ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) জোট হায়দ্রাবাদ অঞ্চলে দখল অব্যাহত রেখেছে । এবারে তারা ১৭ টি আসন জিতেছে । যদিও তারা তেলঙ্গানার ক্ষমতা হারিয়েছে । ১১৯ আসন বিশিষ্ট তেলঙ্গানায় ৬৪ টি আসন জিতে ক্ষমতায় এসেছে কংগ্রেস । বিআরএস ৩৯টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বিজেপি ৮ টি এবং এআইএমআইএম ৭ টি আসনে জিতেছে । সিপিআই পেয়েছে ১ টি আসন । এদিকে কংগ্রেস নেতারা সরকার গঠনের জন্য রবিবার রাতে রাজভবনে গভর্নর তামিলিসাই সৌন্দরাজানের সাথে দেখা করে । তারা রাজ্যপালের কাছে নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের একটি তালিকা জমা দিয়েছেন ।।