এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ মে : প্রায় চার বছর আগে নিজের পরিবারের ৪ সদস্যকে নির্মমভাবে খুনের ঘটনায় ঘাতক মহম্মদ আসিফের মৃত্যুদণ্ড দিল মালদা জেলা আদালত। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার তার সাজা ঘোষণা করেন আদালতের জেলা মুখ্য দায়রা বিচরক শুভায়ু বন্দ্যোপাধ্যায় ।
মালদার কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায় বাড়ি মহম্মদ আসিফ । সে পরিবারের ছোটো ছেলে । খুনের ঘটনাটি ঘটে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি । ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমিয়ে ওষুধ মিশিয়ে সে তার বাবা জাওয়াদ আলি, মা মাইরা বিবি, বোন আরিফা খাতুন ও ঠাকুরমা আলেকজান বেওয়াকে খুন করে । এমনকি সে তার দাদা মহম্মদ আরিফকেও খুনের চেষ্টা করেছিল । যদিও তার দাদা পালিয়ে কোন রকমে প্রাণ বাঁচায় । পরে মৃত চারজনের দেহ নব নির্মিত বাড়ির গুদাম ঘরের মেঝেতে পুঁতে রাখে আসিফ । খুনের পর সেই বাড়িতেই একাই বাস করছিল সে ।
খুনের ১১০ দিন পর আশিফের দাদা মহম্মদ আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ আশিফকে বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে জিঞ্জাসাবাদ করে বাড়ির ভিতরে একটি গোডাউনের মেঝে খুঁড়ে চার জনের পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ তল্লাশি চালিয়ে আশিফের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তারপর থেকে জেলবন্দি ছিল মহম্মদ আসিফ ।
সেই খুনের ঘটনার মামলা এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল। অবশেষে মালদা জেলা আদালতের বিচারপতি শুভায়ু বন্দ্যোপাধ্যায় ৫০ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার মহম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করেন।শনিবার তার সাজা ঘোষণা করা হয় ।।

