প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ মে : শবদেহবাহী গাড়ির একেবারে সামনে লাগানো হয়েছে গ্যাস সিলিন্ডার সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। গোটা গাড়ি সহ ওই ছবিতে ফুলের মালাও পরানো হয়েছে ।চমকের এখানেই শেষ নয়।ওই শবদেহবাহী গাড়িতে ছিলনা কোন শবদেহ। পরিবর্তে ফুলের মালা জড়িয়ে সেখানে শুইয়ে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার।গাড়ির পিছন পিছন যাঁরা হাটছিলেন তাঁদের স্লোগান ছিল,“বলহরি হরিবোল নরেন্দ্র মোদীকে কাঁধে তোল’।শুক্রবার বিকালে এমন শবদেহবাহী গাড়ি দেখে তাজ্জব বনে যান শহর বর্ধমানের রাজপথ দিয়ে চলাচল কারী মানুষজন।পরে তাঁরা বুঝতে পারেন ,রান্নার গ্যাস ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসে নেতা ও কর্মীরা এমনই অভিনব কায়দায় পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে ।
যুব কংগ্রেস জেলা নেতা গৌরব সমাদ্দার বলেন, যেভাবে রান্নার গ্যাসের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পাশাপাশি পাল্লা দিয়ে ওষুধের দামও বাড়ছে। দশ টাকার ওষুধ এখন পঁচিশ টাকায় কিনতে হচ্ছে। রান্নার গ্যাস ৪৬০ টাকা থেকে বেড়ে ১০৫০ টাকায় কিনতে হচ্ছে। যেভাবে গ্যাসের দাম বেড়েছে মানুষ একটা গ্যাস কিনলে পরের গ্যাস সিলিন্ডার আর কিনতে পারছেন না। গ্যাসের দাম না কমলে এরপর মানুষ না খেতে পেয়ে মারা যাবে।তার পরেও হেলদোল নেই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকারের । তাই রান্নার গ্যাস ও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে জেলা যুব কংগ্রেস এই পন্থা নিয়েই এদিন পথে নেমেছে । প্রতিবাদ মিছিল বর্ধমান শহরের বীরহাটা থেকে শুরু হয়ে কার্জনগেট চত্ত্বরে শেষ হয়। মিছিলের শেষে পথসভা হয় কার্জনগেট চত্ত্বরে ।।