এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৫ নভেম্বর : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারের পরেই কেন্দ্র সরকারকে নিশানা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী । বৃহস্পতিবার সকালে তিনি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে টুইট করে রীতিমত মোদী সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করে দিয়েছেন । তিনি লিখেছেন, অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা, পররাষ্ট্র নীতি, আফগানিস্তান প্রসঙ্গ,জাতীয় নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা,কাশ্মীর নীতির মতো ইস্যুগুলিতে মোদি সরকার ব্যর্থ হচ্ছে । তিনি প্রশ্ন তোলেন, ‘এই সমস্ত ব্যার্থতার দায় কার ?’
প্রসঙ্গত,চার দিনের দিল্লি সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লিতে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তিনি উঠেছেন । বুধবার সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ৷ তাঁদের মধ্যে প্রায় চল্লিশ মিনিট কথাবার্তা হয় ।
বৈঠকের পর তিনি বাইরে আসতেই সাংবাদিকরা তাঁর তৃণমূলে যোগদান নিয়ে প্রশ্ন করেন । তার উত্তরে স্বামী বলেন, ‘আমি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি । নতুন করে তাঁর দলে যাওয়ার দরকার নেই ।’ পরে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোলাখুলি প্রশংসা করেন সুব্রহ্মণ্যম স্বামী ৷ তিনি লেখেন, ‘আমি যে সমস্ত রাজনীতিবিদদের সাথে দেখা করেছি বা কাজ করেছি তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মোরারজি দেশাই, জেপি, রাজীব গান্ধী, চন্দ্রশেখর এবং পিভি নরসিমা রাও প্রভৃতি রাজনৈতিক নেতাদের মতই । ওই সমস্ত নেতাদের কথা ও কাজের মধ্যে কোনো পার্থক্য ছিল না ।ভারতীয় রাজনীতিতে এটি একটি বিরল গুণ ।’
প্রসঙ্গত,গত মাসেই বিজেপি-র জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয়েছে সুব্রহ্মণ্যম স্বামীকে ৷ তারপর থেকেই অসন্তুষ্ট স্বামীকে কেন্দ্র সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে মুখ খুলতে দেখা গেছে । এবারে মমতার সঙ্গে দেখা করার পর খোলাখুলি নিজের সরকারের সমালোচনা করলেন স্বামী । পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় ভরিয়ে দিলেন । তবে এটা প্রথম নয়,গত বছরও, যখন বাংলায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক লড়াই তুঙ্গে ছিল, তখনও স্বামী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সত্যিকারের হিন্দু ও একজন দুর্গাভক্ত বলে অভিহিত করেছিলেন । ফের একবার স্বামী তাঁর নিজের সরকারের সমালোচনা ও মমতার খোলাখুলি প্রশংসা করায় শোরগোল পড়ে গেছে দিল্লির রাজনৈতিক মহলে । শুরু হয়েছে সুব্রহ্মণ্যম স্বামীর তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক যোগদান নিয়ে জোর জল্পনা ।।
ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।