এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০২ এপ্রিল : বীরভূমে বিজেপির কার্যালয়ের সামনে লাগানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৃহমন্ত্রী অমিত শাহের কাট আউটে অগ্নিসংযোগের অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চলে ৷ শুক্রবার সকালে বিষয়টি বিজেপি কর্মীদের নজরে পড়লে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । বিজেপির অভিযোগ,রাতের অন্ধকারে তৃণমুলের লোকজন তাঁদের কেন্দ্রীয় নেতাদের কাট আউটে আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছে । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির আভ্যন্তরীণ কলহের কারনেই এই ঘটনা ঘটেছে । এই ঘটনায় বিজেপির তরফ থেকে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে । অভিযোগ পাওয়ার পর শুক্রবার সকালে ঘটনাস্থলে তদন্তে যায় সদাইপুর থানার পুলিশ ।
জানা গেছে, বিজেপির দুবরাজপুর বি মণ্ডলের চিনপাই অঞ্চল কার্যালয়ের সামনে বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৃহমন্ত্রী অমিত শাহের বৃহৎ দুটি কাট আউট লাগানো হয়েছিল । বৃহস্পতিবার রাতে বিজেপি নেতা ও কর্মীরা যথারীতি কার্যালয়ে তালা লাগিয়ে যে যার বাড়ি চলে যান । তারপর তাঁরা এদিন সকালে এসে দেখেন দলের দুই কেন্দ্রীয় নেতার কাট আউটে কেউ বা কারা আগুন ধরিয়ে দিয়েছে । বিধানসভা নির্বাচনের মুখেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
বিজেপির দুবরাজপুর ব্লকের সাধারন সম্পাদক মিঠুন দাসের অভিযোগ, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা রাতের অন্ধকারে এই কাজ করেছে । আমাদের দুই কেন্দ্রীয় নেতার কাট আউট ছাড়াও বেশ কিছু ফ্লাগ বা ফেস্টুনেও আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতিরা । বিষয়টি সদাইপুর থানায় জানানো হয়েছে । যদি পুলিশ ব্যাবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ।’
অন্যদিকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন দুবরাজপুর তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্র । তিনি বলেন, ‘এই অভিযোগ সম্পুর্ণ ভিত্তিহীন । বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারনেই এই ঘটনা ঘটেছে ।’।