এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ জুন : এলাকার করোনা রোগীদের সুবিধার্থে অক্সিজেন পার্লারের উদ্বোধন হল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । ভাতার এমপি হাইস্কুলের একটি ঘরে গড়ে তোলা হয়েছে এই পার্লারটি । শুক্রবার পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । এদিনের অনুষ্ঠানে ভাতারের ঋত্বিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১০ হাজার টাকার চেক বিধায়কের হাতে তুলে দেওয়া হয় । পাশাপাশি পুনম চট্টোপাধ্যায় নামে এক প্রাথমিক স্কুল ছাত্রী মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক হাজার টাকা দান করে ।
জানা গেছে, আ্যডভ্যান্স সোসাইটি ফর হেডমাস্টার আ্যন্ড হেডমিসট্রেস(এ এস এফ এইচ এম) এর উদ্যোগে এবং ‘মুক্তি’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় ভাতার হাইস্কুলে এই অক্সিজেন পার্লারটি গড়ে তোলা হয়েছে । ভাতারের করোনা আক্রান্ত রোগীদের বিনা খরচে অক্সিজেন সরবরাহ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ।
সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক স্বপনকান্তি চৌধুরী জানিয়েছেন, পার্লারে রয়েছে দুটি মেশিন ও চারটি বেড । প্রতিদিন সকল ৮ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চালু থাকবে । দুজন করে মহিলা ও পুরুষ রোগী একসঙ্গে বিনা খরচে অক্সিজেন পরিসেবার সুযোগ পাবেন ।
এদিন অক্সিজেন পার্লারের উদ্বোধনে এসে ভাতার স্টেট জেনারেল হাসপাতালের জন্য একটি ইএস জি মেশিনের জন্য শিক্ষক সংগঠনের কাছে সাহায্য চান মানগোবিন্দবাবু । পাশাপাশি তিনি জানিয়েছেন বিধায়ক কোটায় হাসপাতালে একটি এক্সরে মেশিনের ব্যবস্থা করবেন । প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে ভাতার হাসপাতালের এক্সরে মেশিনটি । এদিন বিধায়কের এই ঘোষনায় খুশি এলাকাবাসী ।।