এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের ২১ বিধায়ক যোগাযোগ করছে বলে ফের দাবি করলেন বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । শনিবার কলকাতার হেস্টিংসে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রাক পূজা সম্মিলনী বৈঠকে উপস্থিত হয়েছিলেন মিঠুন । তিনি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও । বৈঠকের পর সাংবাদিকদের সামনে মিঠুন দাবি করেন,’তৃণমূল কংগ্রেসের ২১ বিধায়ক এখনও আমার সাথে যোগাযোগ করছেন, আমি এটি আগেও বলেছি এবং আবারও বলছি, আমি আমার কথায় অটল । শুধু সময়ের অপেক্ষা ।’ তিনি বলেন, ‘তবে দলের মধ্যে আপত্তি আছে জানি । অনেকে বলেছেন আমরা পচা আলু নেব না । আমি তাদের বলেছি, ভুলের পুনরাবৃত্তি করার মত আমি অত বোকা নই ।’
এরপর সাংবাদিকরা জানতে চান তৃণমূলের ইচ্ছুক বিধায়কের সংখ্যা আগের তুলনায় বেড়েছে কি না ? উত্তরে মিঠুন বলেন,’আমি সঠিক সংখ্যা বলব না, তবে বলতে পারি সংখ্যাটি ২১-এর কম নয় ।’ মিঠুন চক্রবর্তী সিবিআই এবং ইডির অপব্যবহার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের জবাব দিয়ে বলেন,’আমি মনে করি তিনি ঠিক বলেছেন। আসলে প্রধানমন্ত্রী মোদী এটা করছেন না, আদালত নির্দেশ দিয়েছে তারপর তদন্ত হচ্ছে ।’ তিনি আরও বলেন,’আমি আগেও বলেছিলাম যে আপনি যদি কিছু ভুল না করে থাকেন এবং পরিষ্কার থাকেন তাহলে আপনি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাতে পারেন। কিছুই হবে না । কিন্তু কোনো প্রমাণ থাকলে প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতিও আপনাকে বাঁচাতে পারবেন না ।’।