এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ এপ্রিল : ভোট দিতে বেড়িয়ে নিখোঁজ হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক যুবক । জানা গেছে, নিখোঁজ যুবকের নাম শ্রীমন্ত মুখোপাধ্যায়(২৩) । তাঁর বাড়ি কাটোয়ার আকাইহাটে । বৃহস্পতিবার থেকে ওই যুবকের কোনও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাটোয়া থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয়েছে । নিখোঁজ যুবকের সন্ধান চালাচ্ছে পুলিশ ।
শ্রীমন্তের দাদা সৈকত মুখোপাধ্যায় জানিয়েছেন,গত বৃহস্পতিবার কাটোয়া বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহন হয় । ওই দিন বিকাল নাগাদ ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তাঁর ভাই । তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি । আত্মীয়স্বজনদের বাড়িতেও সে যায়নি বলে খোঁজখবর নিয়ে জানা যায় । শেষে তাঁরা কাটোয়া থানায় বিষয়টি জানান বলে জানিয়েছেন সৈকতবাবু ।
পরিবার সূত্রে জানা গেছে, শ্রীমন্তরা বাবা শৈলেন মুখোপাধ্যায় সাইকেল মেরামতির কাজ করেন । কাটোয়াতেই তাঁর একটি দোকান রয়েছে । শৈলেনবাবুর পাঁচ ছেলের মধ্যে মেজ শ্রীমন্ত । শ্রীমন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পড়াশোনা ছেড়ে দেন । তারপর থেকে তিনি বাড়িতেই রয়েছেন । এভাবে আচমকা সে নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন পরিবারের লোকজন ।।