এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ এপ্রিল : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বর্ষীয়ান নেতা মুকুল রায় নিখোঁজ হওয়ার পরে মঙ্গলবার রাতে বড় বিবৃতি দিয়েছেন । মুকুল রায় বলেছেন যে তিনি এখনও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিধায়ক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করতে চান কারণ তিনি বিজেপিতে ফিরে যেতে আগ্রহী । এদিকে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু দাবি করেছিলেন,তার বাবা নিখোঁজ হয়ে গেছেন । সোমবার তিনি বিধাননগর থানায় নিখোঁজ ডাইরিও দায়ের করেন বলে জানিয়েছিলেন তিনি ।
মুকুল রায় রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন । গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জিতেছিলেন, কিন্তু নির্বাচনের কয়েকদিন পরেই ফের টিএমসিতে ফিরে যান ।
মঙ্গলবার সন্ধ্যায় একটি বাংলা নিউজ চ্যানেলের সাথে কথা বলার সময় মুকুল রায় বলেন,কিছুদিন অসুস্থ ছিলাম, তাই রাজনীতি থেকে দূরে ছিলাম। তবে এখন ভালো আছি এবং আবারও রাজনীতিতে সক্রিয় হব ।’ সেই সঙ্গে তিনি জানিয়ে দেন,আমি একজন বিজেপি বিধায়ক। আমি বিজেপির সঙ্গে থাকতে চাই। পার্টি এখানে আমার থাকার ব্যবস্থা করেছে। আমি অমিত শাহের সঙ্গে দেখা করতে চাই এবং জেপি নাড্ডার সঙ্গে কথা বলতে চাই। এখন টিএমসির সাথে আমার কোনো সম্পর্ক নেই।’ পাশাপাশি ছেলে শুভ্রাংশুর উদ্দেশ্যে তার পরামর্শ, তার (শুভ্রাংশুর)ও বিজেপিতে যোগ দেওয়া উচিত কারণ এটি তার জন্য সবচেয়ে উপযুক্ত হবে ।
এখন সপুত্র মুকুল রায় যদি ফের বিজেপিতে ফিরে আসেন তাহলে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কা হবে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল ।।