শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ সেপ্টেম্বর : লেখাপড়ায় ফাঁকি দেওয়ায় মা বকাঝকা করেছিলেন
। সেই অভিমানে সকলের নজর এড়িয়ে পালিয়ে গিয়েছিল বছর ষোলোর এক কিশোরী । শেষে নিখোঁজ হওয়ার ৪ দিনের মাথায় ওই কিশোরীকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । বুধবার রাতে তাকে উদ্ধার করে ভাতারে আনা হয় । বৃহস্পতিবার কিশোরীকে আদালতে তোলা হয় । মেয়েটি দ্রুত উদ্ধার খুশি পরিবারের লোকজন ।
জানা গেছে,ভাতার থানার আইমাপাড়া গ্রামে বাড়ি ওই কিশোরীর । সে ওড়গ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসায় একাদশ শ্রেণীতে পড়াশোনা করে । গত ১৮ সেপ্টেম্বর কিশোরী বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় । কিশোরীর বাবা জানিয়েছেন, মেয়ে সর্বদা মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় ওর মা ওইদিন অল্পবিস্তর বকাঝকা করেছিল । মোবাইল ছেড়ে পড়াশোনায় মন দেওয়ার জন্য মেয়েকে বলেছিল আমার স্ত্রী । তারপর মায়ের উপর অভিমান করে আমার মেয়ে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ।
জানা গেছে, প্রথমে কিশোরীর পরিবার আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন । কিন্তু তার সন্ধান না পেয়ে শেষে ভাতার থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয় । অভিযোগ পেতেই মোবাইল ফোনের সুত্র ধরে তদন্তে নেমে মেয়েটির অবস্থান জানতে পারে পুলিশ । শেষে বুধবার ভাতার থানার পুলিশের একটি দল গিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে কিশোরীকে উদ্ধার করে ।।