দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ জুলাই : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নিখোঁজ গৃহবধু উদ্ধার হল হরিয়ানা থেকে । তাঁকে অপহরণের অভিযোগে গোপাল সিং ও রাশি সিং নামে দু’জনকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ । কাটোয়ার একাইহাট এলাকার বাসিন্দা ওই গৃহবধুর প্রতিবেশী ধৃতরা । শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় । ধৃতরা কোনও পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত বলে অনুমান করছে পুলিশ ।
জানা গেছে,বধূর স্বামী কর্নাটকের হীজাপুরে নির্মাণ সংস্থায় কাজ করতেন ৷ তাদের দুটি মেয়ে রয়েছে ৷ হতদরিদ্র পরিবার । সংসারের সাশ্রয়ের জন্য একটা কাজ খুঁজছিলেন ওই বধু । আর তাঁর এই অসহতার সুযোগ নিয়েছিল গোপাল সিং ও রাশি সিংরা । কাজের টোপ দেখিয়ে তারা বধুকে গত ৪ এপ্রিল বাড়ি থেকে নিয়ে যায় । হরিয়ানার শিবাজিনগর থানার গুরগাঁও এর গান্ধিনগরে একটি ঘর ভাড়া করে রাখা হয় তাঁকে । কিন্তু গোপাল সিংদের মতিগতি সন্দেহজনক ঠেকে বধুর কাছে । এরপর তিনি স্বামীকে ফোন করে বিষয়টি জানান । এদিকে স্ত্রীর কাছ থেকে ঘটনার কথা শুনে গত ২৬ জুন ধৃতদের বিরুদ্ধে কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বধুর স্বামী ।
এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ । মোবাইল ফোনের সুত্র ধরে জানা যায় বধুর অবস্থান । শেষে হরিয়ানা পুলিসের সঙ্গে যোগাযোগ করে বধূকে সেখান থেকে উদ্ধার করে আনে কাটোয়া থানার পুলিশ ।
কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক বলেন,’নিখোঁজ ওই বধূকে উদ্ধার করা হয়েছে । পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে ।’।