এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৯ নভেম্বর : আফগানি মেয়েদের জনসমক্ষের আড়ালে রাখতে চায় নারী বিদ্বেষী তালিবানরা,জানালেন বিখ্যাত উপন্যাস “নেশন অফ লাভ” এর লেখিকা এলিফ শাফাক । প্রসঙ্গত,প্রায় পনেরো মাস আগে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মেয়েদের জন্য মেয়েদের হিজাব ব্যবহার,পড়াশোনা বন্ধ করে দেওয়া,এমনকি মেয়েদের প্রকাশ্যে ভ্রমনের উপর কঠোর বিধিনিষেধ প্রয়োগ করেছে সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । সম্প্রতি পার্ক এবং বিনোদনমূলক জায়গায় মহিলাদের প্রবেশাধিকারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয় । আফগান মেয়েদের উপর একের পর এক অমানবিক নিষেধাজ্ঞা জারির তীব্র সমালোচনা করেছেন এলিফ শাফাক । আফগান মেয়েদের উপর নিষ্ঠুরতা তুলে না ধরার জন্য সোশ্যাল মিডিয়ার সমালোচনাও শোনা গেছে তাঁর গলায় ।
শুক্রবার তিনি সংবাদমাধ্যমের সামনে এনিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন,’আমি এই প্ল্যাটফর্মগুলি(সোশ্যাল মিডিয়া) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আমি নারী ও সংখ্যালঘুদের কণ্ঠস্বর প্রসারিত করতে বিশ্বাস করি ।’ তিনি বলেন,’প্রতিটি দেশের সমাজের অর্ধেকই নারী । অথচ আফগানিস্তানে লক্ষ লক্ষ নারীকে তাদের জীবনের অধিকার এবং তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করেছে ধর্মান্ধ ও চরমপন্থীরা ।’ উল্লেখ্য, এর আগে তুরস্কের এই লেখিকা আফগান নারীদের সাহস ও প্রতিরোধের প্রশংসা করেন ।।