এইদিন ওয়েবডেস্ক,বেরেলি(উত্তরপ্রদেশ),১৪ মে : কর্ণাটকে শোচনীয় পরাজয় পরাজয় হয়েছে বিজেপির । তবে উত্তরপ্রদেশের বেরেলি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে গেরুয়া শিবির । পৌর কর্পোরেশনের ৮০ টি ওয়ার্ডের মধ্যে ৫২ টি আসন দখল করে বিজেপি তাদের আধিপত্য বজায় রেখেছে। অন্যদিকে, সিভিক বডি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সমাজবাদী পার্টি মাত্র ১২ টি ওয়ার্ডে জয় পেয়েছে । একই সঙ্গে পূর্ণ শক্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থীরাও ১১টি আসন দখল করতে সক্ষম হয়েছেন । কংগ্রেসকে মাত্র ৩টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে। জিতেছেন রাষ্ট্রীয় লোকদলের এক প্রার্থী । আসাদুদ্দিন আওয়াইসির দল এ আই এম আই এম (AIMIM)-এর একজন প্রার্থীও বেরিলিতে নিজের দলের খাতা খুলেছেন ।
ভারতীয় জনতা পার্টির মেয়র প্রার্থী ড: উমেশ গৌতম আবারও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং এসপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ড: আইএস তোমরকে ৩৬ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন ৷ উল্লেখ্য,এবারে উত্তরপ্রদেশের পৌরসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিও অনেক ওয়ার্ডে মুসলিম মুখের উপর বাজি ধরেছিল । কিন্তু জনসাধারণ বিজেপি মুসলিম সম্প্রদায়ের প্রার্থীর প্রতি বিশ্বাস রাখেনি ।
এদিকে ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করেছেন,’এই বিশাল বিজয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সফল নির্দেশনা এবং আপনার দক্ষ সাংগঠনিক দক্ষতার সাফল্য। ট্রিপল ইঞ্জিনের বিজেপি সরকার রাজ্যের মানুষের আশা-আকাঙ্খা পূর্ণ করতে নিবেদিত। মাননীয় জাতীয় সভাপতি আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে অনেক ধন্যবাদ !’