এইদিন ওয়েবডেস্ক,বারুইপুর(দক্ষিণ ২৪ পরগনা),২৮ জুলাই : দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের পুঁড়ি গ্রামে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি থেকে রাতের অন্ধকারে বহু নথি হাপিশ করে দিল দুষ্কৃতীদল । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,বুধবার গভীর রাতে ৪-৫ জনের একটি দুষ্কৃতীদল পাঁচিল টপকে ওই বাড়ির ভিতরে ঢোকে । তারপর তারা ঘরের সামনে গেটের তালা ভেঙে যাবতীয় মালপত্র বের করে একটি পণ্যবাহী গাড়িতে চাপিয়ে চম্পট দেয় । ঘটনাটি ‘চুরি’ নাকি ‘পরিকল্পিত’ তা স্পষ্ট নয় । যদিও স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি,আদপেই এটি চুরির ঘটনা নয়,বরঞ্চ পরিকল্পিতভাবেই রাতের অন্ধকারে হাপিশ করে দেওয়া হয়েছে এসএসসি নিয়োগ দূর্নীতি মামলার বহু গুরুত্বপূর্ণ নথি । সিপিমএম নেতাদের দাবি, পার্থ চট্টেপাধ্যায় তাঁর মেয়ের নামেই বারুইপুরে এই বাগানবাড়িটি তৈরি করেছেন । সুবিশাল এই বাগানবাড়িতে অবসরে সময় কাটাতে আসতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ বন্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায় ।
এদিকে এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় আষ্টেপৃষ্টে জড়িয়ে যাওয়া পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জোরালো দাবি উঠছে দলের অভ্যন্তরে । এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এদিন দুপুর তিনটেয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে পার্থকে তৃণমূলের মহাসচিব পদে বহাল রাখার না রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে পৃথক একটি বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।।