এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),২৮ মার্চ : তোলা না দেওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে অভিবাসন চেক পোস্টে দাঁড়িয়ে থাকা লরিতে প্রকাশ্যে আগুন ধরাল দুষ্কৃতীরা । মালদা জেলার ইংরেজবাজার থানার মাহাদিপুর (Mahadipur) অভিবাসন চেক পোস্টের সামনে ঘটনাটি ঘটেছে । বিগত দু’দিনে এনিয়ে মোট তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে । আগুন লাগানোর কারনে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন রপ্তানিকারকরা । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লরি থেকে তোলা তোলে । আর তাতে মদত থাকে স্থানীয় পুলিশের । তোলা না দিলে দুষ্কৃতীরা বোমাবাজি করে ও মাল বোঝাই লরিতে আগুন ধরিয়ে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্ব ও ব্যবসায়ীদের । যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
জানা গেছে,বাংলাদেশে রপ্তানির জন্য সোমবার সকালে প্রচুর সংখ্যক মালবাহী ট্রাক চেক পোস্টের সামনে অপেক্ষা করছিল । সেই সময় দুষ্কৃতীদল এসে সবার সামনে একটি পেঁয়াজের লরিতে আগুন ধরিয়ে দেয় । লরিতে থাক করে রাখা পেঁয়াজের বস্তা দাউদাউ করে জ্বলতে শুরু করে । এরপর অপেক্ষারত গাড়ির চালক ও খালাসিরা জল ঢেলে আগুন নেভায় । লরির অধিকাংশ পেঁয়াজই আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ লরির চালক । পরে লরির মালিকের পক্ষ থেকে এনিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে ।।