এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৯ জুলাই : কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দিরের সামনে দাঁড় করিয়ে রাখা হিন্দুদের অন্তত ২০ টি মোটরসাইকেলে এবং বেশ কয়েকটি দোকানে সোমবার ভোর সাড়ে ৩টার দিকে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুষ্কৃতীরা । বাইক ও দোকানগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । বিজেপির রাজ্য মুখপাত্র মোহন গৌড়া এক্স-এ ভস্মীভূত বাইক ও দোকানগুলির ছবি পোস্ট করে বলেছেন,’বেঙ্গালুরুতে বিরক্তিকর ঘটনা! ১০০ বছরের পুরনো হালাসুরু কালী মাতা মন্দিরের পিছনে ২০টিরও বেশি গাড়ি এবং বেশ কয়েকটি হিন্দু দোকানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এটি কেবল অগ্নিসংযোগ নয় – এটি একটি হিন্দু পবিত্র স্থানের উপর সরাসরি আক্রমণ। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি করছি।’
জানা গেছে,সোমবার ভোর সাড়ে ৩টার দিকে বেঙ্গালুরুর হালাসুরু মার্কেটের কাছে বাজাজ স্ট্রিট এবং কালিয়াম্মা মন্দিরের কাছে বাড়ির বাইরে পার্ক করা এক ডজনেরও বেশি বাইকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, এতে গাড়িগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনজন দুষ্কৃতী গামছা দিয়ে মুখ ঢেকে বাইক এবং কিছু মুদি ও সবজির দোকানের শাটারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। এক মাস আগে কেনা একটি পালসার ১৫০সিসি বাইক এবং চারটি সাইকেলও পুড়ে গেছে।
ভোর ৩.৩০ টার দিকে, আতশবাজির শব্দ শুনে স্থানীয়রা ঘুম থেকে উঠে পড়ে। এলাকায় এই প্রথম এমন ঘটনা ঘটল। কারণটি রহস্যজনক। সাম্প ওয়াটার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে ।একজন বাসিন্দা জানিয়েছেন যে বাড়ির বাইরে একটি সরু রাস্তায় বাইক পার্ক করা ছিল। হালাসুরু পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে।।