এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৪ এপ্রিল : মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় শিব ভক্তদের উপর হামলা এবং মন্দিরের আক্রমণের ঘটনা ঘটেছে । জানা গেছে, শনিবার বিকেল ছয়টা নাগাদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কামনগর পঞ্চায়েতের কামনগর গ্রামে গাজনে সন্ন্যাস নেওয়া কয়েকজন গ্রামবাসীদের টোটোয় চড়ে গ্রামের মন্দিরে ফিরছিলে । তারা ভগবান শিবের স্তুতি করার অপরাধে স্থানীয় মুসলিম জনতা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ৷ সেই হামলায় ১৮ থেকে ২০ জন সন্ন্যাসী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিজেপি শাসিত কামনগর পঞ্চায়েতের প্রধান বাপন ঘোষ । তিনি জানিয়েছেন, শুধু গাজনের সন্ন্যাসীদের উপর হামলাই নয়, বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগ, একটা মুদিখানা দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এ নিয়ে থানা নির্দিষ্ট অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি একই দিনে বেলডাঙা, শক্তিপুর,সালার থানা এলাকার কুমারপুর, মির্জাপুর তালিতপুরসহ একাধিক এলাকার মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগ রয়েছে জিহাদীদের বিরুদ্ধে । কুমারপুরের শিবমন্দিরের ভিতরে জিহদিরা প্রস্রাব করে বলে অভিযোগ ।
মুর্শিদাবাদের একটি মন্দিরে ভাঙচুরের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত মৌজামপুর ও মির্জাপুরে দুপুর থেকে দুষ্কৃতীরা ধর্মীয় স্থান ভাঙচুর করছে। এমনকি তারা নিরপরাধ মানুষের বাড়িঘর টার্গেট করছে এবং নিরবচ্ছিন্ন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ধ্বংসযজ্ঞে সহায়তার জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে । আমি মুখ্য সচিব শ্রী বি. পি. গোপালিকা (আইএএস), ডিজিপি ডব্লিউবিপুলিশ শ্রী সঞ্জয় মুখার্জি (আইপিএস), এডিজি আইন ও শৃঙ্খলাকে অনুরোধ করছি; শ্রী মনোজ কুমার ভার্মা (আইপিএস) অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙচুর বন্ধ করুন। নির্বাচন কমিশনের উচিত সচেতনতা নেওয়া এবং এলাকায় স্বাভাবিকতা পুনরুদ্ধারের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।’
কামনগর পঞ্চায়েতের বিজেপি প্রধান বাপন ঘোষের অভিযোগ,মুর্শিদাবাদের হিন্দুরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করেও স্বাধীনতা থেকে বঞ্চিত । প্রতিনিয়ত মুসলিমদের নিশানা হতে হয় আমাদের । এমনকি হিন্দুদের মৃতদেহ নিয়ে যাওয়ার সময় খোল বাজিয়ে ‘হরিবোল’ দেওয়া নিয়ম । কিন্তু মুসলমানরা পুলিশের সাহায্য নিয়ে আমাদের সেই প্রথা পালন করতে দেয় না ।’ তিনি এই বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।।