এইদিন ওয়েবডেস্ক,সাহারানপুর,১৫ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার মির্জাপুর থানার ইন্সপেক্টর নরেশ গৌতমের বিরুদ্ধে পদের অপব্যবহার করে খনি ব্যবসায়ী ও পলাতক মাফিয়া হাজী ইকবালের বেনামি সম্পত্তি তার স্ত্রীর নামে হস্তান্তরের অভিযোগ উঠেছে । নরেশ গৌতম গ্রামবাসীকে হুমকি দিয়ে কোটি টাকার জমির দলিল মাত্র কয়েক লাখ টাকায় হস্তান্তর করতে বাধ্য করেন বলে অভিযোগ । প্রাথমিকভাবে স্থানীয় পর্যায়ে এই বিষয়ে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পৌঁছায় । এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে সিনিয়র পুলিশ সুপার ডঃ ভিপিন টাডা এসপি ট্রাফিকের কাছে অভিযোগ তদন্ত হস্তান্তর করেন এবং মির্জাপুর ইন্সপেক্টরকে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয় । অবশেষে তদন্তে অভিযোগ সত্য প্রমানিত হলে ইন্সপেক্টর নরেশ গৌতমকে সাসপেন্ড করার পর এসএসপি তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তও শুরু করেছেন । গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এসপি দেহাত সাগর জৈনকে। এখন এই মামলার তদন্তে যে তথ্য পাওয়া যাবে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসপি ।
জানা গেছে,এই বিষয়টি মূলত শচীন নামে এক ব্যক্তি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নজরে আনেন । দেবেন্দ্র শুক্লা নামে এক আইনজীবীর মাধ্যমে তিনি লখনউয়ে মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ করেন যে সাহারানপুর জেলার সিকান্দারপুরের বাসিন্দা এক ব্যক্তির ১.৬৪ হেক্টর জমি দখল করে নিয়েছে সাহারানপুরের একটি থানার ইনচার্জ, আরও কয়েকজন পুলিশ সদস্য । এই জমির মূল্য কোটি টাকা উল্লেখ করে বলা হয়েছে, এসও মাত্র ৪৮ লাখ টাকায় স্ত্রীর নামে এই জমির দলিল করেছেন । অভিযোগটি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশকে । এরপরেই নড়েচড়ে বসেন সিনিয়র পুলিশ সুপার ডক্টর ভিপিন টাডা ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে পত্রিকা ।