এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৬ জুলাই : স্বর্ণপদক জয়ী চীনের ভারোত্তোলক জিহুই হউয়ের কাছ থেকে স্বর্নপদক ফিরিয়ে নেওয়া হতে পারে । আসলে ডোপিং টেস্টের মুখে পড়তে হচ্ছে জিহুইকে । তিনি যদি ব্যর্থ হন তবে ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানুর রৌপ্য পদকটি সোনায় রূপান্তরিত হবে । এই কারনে জিহুই হউকে টোকিও ছাড়তে নিষেধ করা হয়েছে বলে খবর ।
দীর্ঘ প্রায় ২১ বছর পর অলিম্পিকে ভারোত্তোলনে পদক জিতল ভারত । ২০০০ সালে সিডনি অলিম্পিকে কর্নম মালেশ্বরী ব্রোঞ্জ জিতেছিলেন । তারপর থেকে অলিম্পিকে ভারোত্তোলন বিভাগে ভারতের পদকের ঝুলি শুন্যই ছিল । টোকিও অলিম্পিকে সেই খরা কাটল মীরাবাঈ চানুর হাত ধরে । শনিবার ৪৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন মীরাবাঈ । ৮৭ ও ১১৫ কেজি ওজন তুলেছিলেন তিনি । মোট ২০২ কেজি ওজন তুলে রেকর্ড গড়েছেন মণিপুরের এই অ্যাথলিট । জিতেছিলেন রৌপ্য পদক । অন্য দিকে মোট ২১০ কেজি ওজন তুলে স্বর্ণ পদক জিতে নতুন রেকর্ড গড়েছিলেন চিনের জিহুই হউ ।
নিয়ম অনুযায়ী যদিও তিনি যদি ডোপিং টেস্টে অকৃতকার্য হন তাহলে রৌপ্য পদকজয়ীকে স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করা হবে । আর টোকিও অলিম্পিকে ভারতের তরফ থেকে প্রথম পদক জয়ী মীরাবাই চানুই হবেন ৪৯ কেজি বিভাগে প্রথম পুরষ্কার বিজেতা ।
এদিকে টোকিও অলিম্পিকে পদক জেতার পর সোমবার ভারতে ফিরছেন । এদিন বিকেল চারটে বেজে ৪৫ মিনিট নাগাদ তিনি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামবেন । সঙ্গে থাকবেন ওনার প্রশিক্ষক বিজয় শর্মা । তাঁর প্রতীক্ষায় আছে গোটা দেশের মানুষ । অপেক্ষা করছে মণিপুরে তাঁর গ্রাম নংপক কাকচিংয়ের মানুষরাও ।।
ছবি : ট্যুইটার থেকে নেওয়া ।