গৌরনাথ চক্রবর্ত্তী,পুর্ব বর্ধমান,২৮ নভেম্বর ঃ
পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পৌরসভার উদ্যোগে নির্মিত “মহাপ্রভু” তোড়নের আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,বিশিষ্ট সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাঁইহাট পৌরসভার পৌরপ্রশাসক শিশির কুমার মন্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, বিশিষ্ট সমাজসেবী অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,পৌর প্রশাসক মণ্ডলের সদস্য প্রদীপ রায় সহ অন্যান্যরা।
তোরনটি নির্মানে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে পুরসভা সুত্রে জানা গেছে । এদিন তোরণ মঞ্চ থেকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দাঁইহাটের রাস উৎসবের শুভ সূচনা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রাস উৎসবের আগে এই তোরণটি উদ্বোধন হাওয়াতে খুশি দাঁইহাটবাসী । পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ । ।