এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : আসন্ন রাস উৎসব নিয়ে পূজো উদ্যোক্তা ও প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ বিধানসভার বিধায়ক স্বপন দেবনাথ । রবিবার পূর্বস্থলী-১ ব্লকের তন্তুজ ভবনে আয়োজিত এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলী-১ বিডিও দেবব্রত জানা, নাদনঘাট থানার ওসি সুদীপ্ত দাসসহ রাসপূজো কমিটির উদ্যোক্তারা । পূজো মণ্ডপগুলিতে যাতে করোনা বিধি যথাযথভাবে মেনে চলা হয় সেই বিষয়টি গুরুত্ব সহকারে নজর রাখার জন্য উদ্যোক্তাদের এদিন নির্দেশ দেওয়া হয় ।
নদীয়া জেলার শান্তিপুর ও নবদ্বীপের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটের রাস উৎসবের খ্যাতি রয়েছে গোটা রাজ্য জুড়ে । এর আঁচ এসে পড়ে নবদ্বীপ ও দাঁইহাট সংলগ্ন পূর্বস্থলী-১ ও ২ ব্লকেও । দুর্গোৎসবের সূচনা যেমন খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হয়,তেমনি পূর্বস্থলী রাস উৎসব শুরু হয় প্রতিমা তৈরীর কাঠের পাটাতন পুজোর মধ্য দিয়ে ৷ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন পাটাতন পূজোর মধ্য দিয়ে পূর্বস্থলী রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয় । ওইদিন রাতে আতসবাজি পোড়ানোও হয় । তবে পূর্নীমা কেটে যাওয়ার পর শুরু হয় মূর্তি তৈরীর প্রক্রিয়া শুরু করা নিয়ম । প্রাচীন এই প্রথা আজও নিষ্ঠা সহকারে মেনে আসছে পূজো উদ্যোক্তারা ।
পূর্বস্থলীর দুই ব্লক মিলে রয়েছে শতাধিক পূজো কমিটি । অনেকে থিমের পূজো করে । রয়েছে কয়েকটি বিগ বাজেটের পূজোও । তার মধ্যে অন্যতম পূর্বস্থলী-১ ব্লকের মধ্য শ্রীরামপুরের সূর্য সংঘের কমলেকামিনী, শিবশক্তি ক্লাবের বৈষ্ণবদেবী মাতা,দোলগোবিন্দপুর বারোয়ারি কমিটি প্রভৃতি । এদিকে হাতে বেশি সময় নেই । তাই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই ব্লকের রাস উৎসবের আয়োজকরা ।।