এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ অক্টোবর : রাজ্য সরকারের শ্রমমন্ত্রী এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের একটা হুমকি ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওটি বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য ও রাজ্য বিজেপির যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি এক্স-এ শেয়ার করেছেন । যেখানে সাবিনা ইয়াসমিনকে হুমকির সুরে বলতে শোনা যাচ্ছে,”একটি লোকেরও নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়…আমি সাবিনা ইয়াসমিন…মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব । এটা মনে রাখবেন ।’
এদিকে তৃণমূলের এই মন্ত্রীর বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি । রাজ্য বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি ফেসবুকে পালটা একটা ভিডিও বার্তায় বলেছেন,’এসআইআর- এ কারো নাম বাদ গেলে মোথাবাড়ি লণ্ডভণ্ড করে দেওয়ার হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়িকা সাবিনা ইয়াসমিন। তিনি মোথাবাড়ি আগেও লণ্ডভণ্ড করেছেন। হিন্দুদের পিঠ এমনিতেই দেওয়ালে ঠেকে গেছে। প্রতিবাদ করেছে তারা, প্রতিরোধ করেছে তারা এবার তৃতীয় পদক্ষেপটা বাকি আছে।’
একই ভিডিও ক্লিপ শেয়ার করে অমিত মালব্য লিখেছেন,’ইনি হলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর নির্বাচনী এলাকা, মোথাবাড়িতে, বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায় ডুবে আছে, এবং অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি এবং জিনিসপত্র হারিয়েছে। তবুও, তিনি একবারের জন্যও যাননি। এর আগে, এপ্রিল মাসে, এই নির্বাচনী এলাকাটিই এক ভয়াবহ হিন্দু-বিরোধী দাঙ্গার সাক্ষী ছিল, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরাই হিন্দুদের বাড়িতে হামলা এবং ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিলেন। এবং আজ, তিনি দেশের নিরাপত্তা এবং অখণ্ডতা জোরদার করার জন্য তৈরি এসআইআর -এর বিরুদ্ধে হুমকি এবং বিরোধিতা করছেন – বলছেন যে এটি বাস্তবায়িত হলে সবকিছু “লন্ডভন্ড” হয়ে যাবে!’ তিনি আরও লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একই হুমকিমূলক সুর ব্যবহার করেছিলেন, দাবি করেছিলেন যে এসআইআর দাঙ্গার দিকে পরিচালিত করবে। এটা এখন সকলের কাছে স্পষ্ট যে এই লোকেরা কেবল অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোটের কারণেই নির্বাচনে জিতেছে। তারা তাদের ভোট ব্যাংকের জন্য ভারতের গণতন্ত্রের সাথে আপস করতে ইচ্ছুক।’
জানা গেছে,গতকাল কালিয়াচক-২ ব্লক তৃণমূলের “শারদ সম্মান, বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভা” ছিল । মোথাবাড়ি সুকান্ত ভবনে আয়োজিত এই সভা মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন । উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত, জেলা, তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ সেখ সহ অন্যান্যরা। সাবিনা ইয়াসমিন তার বক্তব্যে এসআইআর নিয়ে বলেন, ‘আমি আবারো বলে দিচ্ছি যে এসআইআর-এর আমরা বিরুদ্ধে নই । কিন্তু অযাচিতভাবে অন্যায়ভাবে একটি লোকেরও নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়…আমি সাবিনা ইয়াসমিন…মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব । এটা মনে রাখবেন ।’ তিনি আরও বলেছেন,’কারণ যারা বিগত দিনে এতদিন ধরে বসবাস করছে বিভিন্ন কারণের জন্য হয়তো তারা ২০০২ সালে ভোটার লিস্টের নাম তুলতে পারেনি বা তারা ভাঙ্গনের কারণে চলে গেছে, তাদের যদি নাম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা ছেড়ে কথা বলবো না । আপনারা নিশ্চিত থাকুন একটা লোকের নামও বাদ যাবেনা ।’ তবে এর আগে তিনি সম্প্রীতির বার্তা দেন । পাশাপাশি নাম না করে বিজেপির বিরুদ্ধে মোথাবাড়িতে এসে অশান্তি ছড়ানোর অভিযোগ তোলেন ।।

