প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ নভেম্বর : এবারের শারদোৎসব ও দীপাবলিতেও নামি দামি বহু প্রকাশনা সংস্থা ঝাঁ চকচকে মোড়কে প্রকাশ করেছে তাঁদের সাহিত্য পত্রিকা । ঠিক এমনি সময়কালে হাতে লিখে এ বছরের ’পূজা বার্ষিকি’ সংখ্যার সাহিত্য পত্রিকা প্রকাশ করলো পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সমুদ্রগড়ের সংশক্তি সংস্থা । বৃহস্পতিবার সেই সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ । হাতে লেখা সাহিত্য পত্রিকা প্রকাশের বিশেষ অনুষ্ঠানে শিক্ষারত্ন পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কার্ফা ছাড়াও অন্যান বিশিষ্ঠ
ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন ।সম্পূর্ণ হাতে লিখে আস্ত একটি সাহিত্য পত্রিকা প্রকাশের উদোগের ভূয়শী প্রশংসা করেছেন অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ঠজন ।
সংশক্তি সংস্থার সদস্যরা জানিয়েছেন ,১০ বছর ধরে তাঁরা পূজা বার্ষিকা সহিত্য পত্রিকা প্রকাশ করে আসছেন। আগে পত্রিকা প্রকাশের জন্য অনেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতেন ।কিন্তু অতিমারির বিগত দু’বছর যাবৎ সেই ভাবে আর স্পনসর মেলছে না ।তার কারণে এ বছরও দীপাবলীতে পূজাসংখ্যার সাহিত্য পত্রিকা প্রকাশ বন্ধই হয়ে যেতে বসেছিল ।এমন পরিস্থিতিতে সংশক্তি সংস্থার সকল সদস্য মিলে ঠিক করেন ছাপাখানায় লেখা পাঠানোর পরিবর্তে তাঁরা নিজেরা হাতে লিখে সাহিত্য পত্রিকা প্রকাশ করবেন।যেমন ভাবা তেমনি কাজ করে এই বছরের পূজা বার্ষিকী সাহিত্য পত্রিকা সংখ্যা তাঁরা প্রকাশ করতে সক্ষম হয়েছেন বলে সংস্থার সদস্যরা জানিয়েছেন । যে সাহিত্য পত্রিকা সম্বৃদ্ধ হয়েছে মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক ও সাহিত্যানুরাগীদের লেখায় ।
মন্ত্রী স্বপন দেবনাথ এই প্রসঙ্গে বলেন, ‘সাহিত্যের প্রতি ভালোবাসা ও অদম্য ইচ্ছা না থাকলে এই ধরনের সাহিত্য পত্রিকা প্রকাশ করা সম্ভব নয়।সাহিত্যানুরাগী সংশক্তি সংস্থার এহেন কাজ অবশ্যই প্রশংসার দাবি রাখে বলে মন্ত্রী মন্তব্য করেছেন ।’।