এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৬ নভেম্বর : শনিবার সম্প্রীতির ভাইফোঁটায় অংশ নিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ পূর্বস্থলী-১ ব্লকে শ্রীরামপুর অঞ্চলের দক্ষিণ শ্রীরামপুর খাদি ভবনে দীর্ঘ কয়েক বছর ধরে তৃণমূলের তরফ থেকে সম্প্রীতির ভাইফোঁটার আয়োজন করা হচ্ছে ৷ এদিন ওই অনুষ্ঠানে স্বপন দেবনাথের কপালে ফোঁটা পড়িয়ে দিতে দেখা যায় শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান আজিজুলন্নেসা খাতুনকে । পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষকে ভাইফোঁটা দিতে দেখা যায় স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের ।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘শ্রীরামপুর খাদি ভবনে দীর্ঘ প্রায় ১৩-১৪ বছর ধরে সম্প্রীতির ভাইফোঁটার আয়োজন করে আসা হচ্ছে । এখানে প্রতিবছর মুসলিম ভাইয়েদের ফোঁটা দেন হিন্দু বোনেরা । আর মুসলিম বোনেরা ফোঁটা দেন হিন্দু ভাইদের । শ্রীমতী আজিজুলন্নেসা আমাকে প্রতি বছর ফোঁটা দিয়ে থাকেন । এটাই সম্প্রীতি ।’
শ্রীরামপুর খাদি ভবনে গন ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহন করার আগেই অবশ্য নিজের বিধানসভা এলাকার একটি অনাথ আশ্রমে আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহন করেন মন্ত্রী তথা পূর্বস্থলী-১ বিধানসভার বিধায়ক স্বপন দেবনাথ । তিনি বলেন,’অনাথ আশ্রমের আবাসিকদের পাশাপাশি আশ্রমের ঝাড়পোঁছ করার দায়িত্বে থাকা বানু নামে এক মুসলিম প্রৌঢ়াও আজ আমায় ফোঁটা দিয়েছেন । এটাই হল সম্প্রীতি ।’।